বাংলা স্কুপ, ২৩ সেপ্টেম্বর ২০২৪:
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সভাপতি পদে লড়বেন বাফুফের সাবেক সহসভাপতি ও সাবেক ফুটবলার তাবিথ আউয়াল।
সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দিয়েছেন তিনি। আগামী ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন হবে।
তাবিথ আউয়াল ২০১২ ও ২০১৬ সালে বাফুফের সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন। ২০২০ সালে একই পদে হেরে যান। টানা চতুর্থবার নির্বাচন করতে যাচ্ছেন তিনি। তাবিথ বলেন, আমি গত তিনটি নির্বাচন করেছি। এবারও আমি লড়ব। আর সেটা সভাপতি পদে। আমি আশাবাদী জিতব।
সংবাদ সম্মেলনে তাবিথ আউয়াল বলেন, নির্বাচনে প্রার্থিতা পেশ করে আমার নির্বাচনী প্রতিশ্রুতির ব্যাপারে জানাব। নির্বাচনী ইশতেহারের ব্যাপারে এখনই কিছু বলতে চাইছি না। তবে এটুকু বলতে পারি, আমি সভাপতি হলে খেলার মাঠে চমক দেখাব। ফুটবলকে পরের ধাপে নিতে পারব আশা করি।
তাবিথ আউয়াল বিএনপির জাতীয় কমিটিতেও আছেন। ঢাকা উত্তর সিটির নির্বাচনে মেয়র পদে লড়াই করেছেন দুবার। ঘরোয়া ফুটবলে ফেনী সকারের পর বর্তমানে নোফেল স্পোর্টিংয়ের দায়িত্বে আছেন।
(সূত্র : প্রথম আলো)
ডেস্ক/এসকে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সভাপতি পদে লড়বেন বাফুফের সাবেক সহসভাপতি ও সাবেক ফুটবলার তাবিথ আউয়াল।
সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দিয়েছেন তিনি। আগামী ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন হবে।
তাবিথ আউয়াল ২০১২ ও ২০১৬ সালে বাফুফের সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন। ২০২০ সালে একই পদে হেরে যান। টানা চতুর্থবার নির্বাচন করতে যাচ্ছেন তিনি। তাবিথ বলেন, আমি গত তিনটি নির্বাচন করেছি। এবারও আমি লড়ব। আর সেটা সভাপতি পদে। আমি আশাবাদী জিতব।
সংবাদ সম্মেলনে তাবিথ আউয়াল বলেন, নির্বাচনে প্রার্থিতা পেশ করে আমার নির্বাচনী প্রতিশ্রুতির ব্যাপারে জানাব। নির্বাচনী ইশতেহারের ব্যাপারে এখনই কিছু বলতে চাইছি না। তবে এটুকু বলতে পারি, আমি সভাপতি হলে খেলার মাঠে চমক দেখাব। ফুটবলকে পরের ধাপে নিতে পারব আশা করি।
তাবিথ আউয়াল বিএনপির জাতীয় কমিটিতেও আছেন। ঢাকা উত্তর সিটির নির্বাচনে মেয়র পদে লড়াই করেছেন দুবার। ঘরোয়া ফুটবলে ফেনী সকারের পর বর্তমানে নোফেল স্পোর্টিংয়ের দায়িত্বে আছেন।
(সূত্র : প্রথম আলো)
ডেস্ক/এসকে