​দীর্ঘ কারাভোগের পর মুক্তি পেলেন বিডিআর জওয়ানরা

আপলোড সময় : ২৩-০১-২০২৫ ০৫:২০:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০১-২০২৫ ০৫:২০:৩৯ অপরাহ্ন
পিলখানা হত্যাকাণ্ডে দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় দীর্ঘ কারাভোগের পর মুক্তি পেয়েছেন বিডিআর জওয়ানরা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) চারটি কারাগার থেকে তারা একে একে বেরিয়ে আসেন।

কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির গণমাধ্যমকে জানিয়েছেন, আজ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ৪৩, কাশিমপুর-১ থেকে ২৭, কাশিমপুর-২ থেকে ৯৫ জন, কাশিমপুর হাইসিকিউরিটি থেকে ১৫ জনসহ মোট ১৭৮ জনকে মুক্তি দেওয়া হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) মুক্তি পাবার কথা থাকলেও আদালতে জামিননামা জমা দেয়ার প্রক্রিয়ার ধীর গতির কারণে এদিন মুক্তি পাননি তারা।

গত ১৯ জানুয়ারি বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় করা বিস্ফোরক মামলায় দুই শতাধিক বিডিআর জাওয়ানের জামিনের আদেশ দেন ঢাকার বিশেষ ট্রাইবুনাল-২। এরপর থেকেই শুরু হয় জামিনের প্রস্তুতি।

সবশেষ মঙ্গলবার ১৭৮ জনের জামিনের তালিকা প্রকাশ করে আদালত। তবে জামিনের আদেশ হলেও কাগজ চালাচালির ধীর গতির কারণে গতকাল মুক্তি মেলেনি তাদের। বুধবার বিকেল নাগাদ সকল বন্দির জামিননামা দাখিল করেন আইনজীবীরা। আজ তারা মুক্তি পেলেন।


বাংলা স্কুপ/ ডেস্ক/এসকে 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :