দুঃসময়ে সাইফ আলি খানের প্রাণ বাঁচিয়ে অটোচালক ভজন সিং রানা বর্তমানে মুম্বাইয়ের ‘হিরো’। সেই ‘উপেক্ষিত নায়ক’কে ঘিরে মায়ানগরীর বাসিন্দা তো বটেই এমনকী বলিপাড়ার অন্দরেও মারাত্মক উন্মাদনা। তবে পতৌদিদের ‘ছোট নবাব’কে দুঃসময়ে সাহায্য করার জন্য সেই ‘সাহসী’ অটোচালককে ১১ লক্ষ রুপি পুরস্কার দেওয়ার দাবি তুললেন মিকা সিং।
মিকা নিজেও ভজন সিং রানার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। গায়কের প্রতিশ্রুতি, আমি নিজেই ওকে ১ লক্ষ রুপি পুরস্কার দিতে চাই।” মিকা সিং তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “আমি মনেপ্রাণে বিশ্বাস করি, আমাদের প্রিয় সুপারস্টারকে বাঁচানোর জন্য ওর ১১ লক্ষ রুপি পুরস্কার প্রাপ্য। ওর হিরোসুলভ এই পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। যদি সম্ভব হয়, কেউ দয়া করে ওর যোগাযোগ নম্বর আমাকে পাঠাতে পারবেন? আমি নিজে ওকে ১ লক্ষ রুপি পুরস্কার দিতে চাই।”
বলিউড মাধ্যম সূত্রে খবর, এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ওই অটোচালককে ১১ হাজার রুপি পুরস্কার দেওয়া হয়েছে। সাইফ এর পক্ষ থেকে তাকে ৫০ হাজার রুপি পুরস্কার দেওয়া হয়েছে বলেই খবর।
সাইফের উপর হামলার ঘটনার পর ভজন সিং রানা নামে ওই অটো চালক তাকে তার অটোতে করে অভিনেতাকে হাসপাতালে নিয়ে যান। সেই অটোচালক এখন মুম্বাইয়ের বান্দ্রা লাইনে বেশ ফেমাস। অনেকেই তাকে এই ঘটনার জন্য সাক্ষাৎ ‘ঈশ্বরের দূত’ বলে মনে করছেন।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
মিকা নিজেও ভজন সিং রানার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। গায়কের প্রতিশ্রুতি, আমি নিজেই ওকে ১ লক্ষ রুপি পুরস্কার দিতে চাই।” মিকা সিং তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, “আমি মনেপ্রাণে বিশ্বাস করি, আমাদের প্রিয় সুপারস্টারকে বাঁচানোর জন্য ওর ১১ লক্ষ রুপি পুরস্কার প্রাপ্য। ওর হিরোসুলভ এই পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। যদি সম্ভব হয়, কেউ দয়া করে ওর যোগাযোগ নম্বর আমাকে পাঠাতে পারবেন? আমি নিজে ওকে ১ লক্ষ রুপি পুরস্কার দিতে চাই।”
বলিউড মাধ্যম সূত্রে খবর, এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ওই অটোচালককে ১১ হাজার রুপি পুরস্কার দেওয়া হয়েছে। সাইফ এর পক্ষ থেকে তাকে ৫০ হাজার রুপি পুরস্কার দেওয়া হয়েছে বলেই খবর।
সাইফের উপর হামলার ঘটনার পর ভজন সিং রানা নামে ওই অটো চালক তাকে তার অটোতে করে অভিনেতাকে হাসপাতালে নিয়ে যান। সেই অটোচালক এখন মুম্বাইয়ের বান্দ্রা লাইনে বেশ ফেমাস। অনেকেই তাকে এই ঘটনার জন্য সাক্ষাৎ ‘ঈশ্বরের দূত’ বলে মনে করছেন।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে