মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পুনরায় ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছেন। স্থানীয় সময় বুধবার (২২ জানুয়ারি) হোয়াইট হাউস এক বিবৃতিতে এই কথা জানিয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ইয়েমেনের হুতিদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে একটি নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, ‘ হুতিদের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে। সেই সঙ্গে হুতিরা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা এবং সমুদ্রপথে বৈশ্বিক বাণিজ্যের স্থিতিশীলতার জন্যও হুমকি।’
এর আগে জো বাইডেন ইয়েমেনের মানবিক সংকট মোকাবিলায় হুতিদের সন্ত্রাসীর তালিকা থেকে বাদ দেন। তবে গাজায় ইসরায়েল যুদ্ধ শুরুর পর হুতিরা লোহিত সাগরে হামলা শুরু করলে বাইডেন গত বছর এই গোষ্ঠীটিকে ‘গ্লোবাল টেররিস্ট’ সংগঠন হিসেবে ঘোষণা দেন।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
এতে বলা হয়, ইয়েমেনের হুতিদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে একটি নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, ‘ হুতিদের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে। সেই সঙ্গে হুতিরা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা এবং সমুদ্রপথে বৈশ্বিক বাণিজ্যের স্থিতিশীলতার জন্যও হুমকি।’
এর আগে জো বাইডেন ইয়েমেনের মানবিক সংকট মোকাবিলায় হুতিদের সন্ত্রাসীর তালিকা থেকে বাদ দেন। তবে গাজায় ইসরায়েল যুদ্ধ শুরুর পর হুতিরা লোহিত সাগরে হামলা শুরু করলে বাইডেন গত বছর এই গোষ্ঠীটিকে ‘গ্লোবাল টেররিস্ট’ সংগঠন হিসেবে ঘোষণা দেন।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে