দীর্ঘ ৫ ঘণ্টারও বেশি সময় অবরোধ শেষে শাহবাগ মোড় ছেড়েছেন চার দফা দাবিতে আন্দোলন করা মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। আগামী ৭ দিনের মধ্যে দাবি পূরণের কোনো উদ্যোগ নেওয়া না হলে ফের আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।
বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেন।
সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আহমাদুল্লাহ মানসুর বলেন, আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদেরকে আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল। আমরা ৫ সদস্যের দল সেখানে গিয়েছিলাম। আমরা আমাদের দাবিগুলো জানিয়েছি। পরে মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে যাচাই-বাছাই এবং দাবি পূরণে নির্দেশনা দেওয়া হয়েছে। তাই আমরা আজকের মতো কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ অবহেলা-বৈষম্যের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। আগামী ৭ দিনের মধ্যে যদি দাবি বাস্তবায়নে অগ্রগতি না দেখি, তাহলে আমরা আবারও আন্দোলনে নামতো বাধ্য হব।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে
বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেন।
সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আহমাদুল্লাহ মানসুর বলেন, আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদেরকে আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডাকা হয়েছিল। আমরা ৫ সদস্যের দল সেখানে গিয়েছিলাম। আমরা আমাদের দাবিগুলো জানিয়েছি। পরে মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে যাচাই-বাছাই এবং দাবি পূরণে নির্দেশনা দেওয়া হয়েছে। তাই আমরা আজকের মতো কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।
তিনি বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ অবহেলা-বৈষম্যের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। আগামী ৭ দিনের মধ্যে যদি দাবি বাস্তবায়নে অগ্রগতি না দেখি, তাহলে আমরা আবারও আন্দোলনে নামতো বাধ্য হব।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে