ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় মোটরসাইকেল চুরির অভিযোগে হাত বেঁধে গাছে ঝুলিয়ে গণপিটুনিতে রুবেল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২২জানুয়ারি) সকালে উপজেলার যাদুরানী বাজারে এ ঘটনা ঘটে। হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত রুবেল ইসলাম পীরগঞ্জ উপজেলার গোগড় পটুয়াপাড়ার খলিলুর রহমানের ছেলে।
এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, ‘মার-মার, দেখি বক্সিং খেলি।’ এমনি কথা বলার সাথে সাথেই দফায় দফা কয়েকজন যুবক রুবেলকে কিল-ঘুষি মারে।
এ বিষয়ে ওসি জাকারিয়া মণ্ডল বলেন, মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করেন। পরে তাকে রশিতে বেঁধে নির্যাতন করলে এক পর্যাযে ঘটনাস্থলেই মারা যান রুবেল।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে
এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, ‘মার-মার, দেখি বক্সিং খেলি।’ এমনি কথা বলার সাথে সাথেই দফায় দফা কয়েকজন যুবক রুবেলকে কিল-ঘুষি মারে।
এ বিষয়ে ওসি জাকারিয়া মণ্ডল বলেন, মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করেন। পরে তাকে রশিতে বেঁধে নির্যাতন করলে এক পর্যাযে ঘটনাস্থলেই মারা যান রুবেল।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে