আওয়ামী লীগ সরকারের সময় দায়ের হওয়া আড়াই হাজারের বেশি গায়েবি মামলা আগামী সাত দিনের মধ্যে প্রত্যাহার করবে সরকার। মঙ্গলবার (২১জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানান।
সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২৫ জেলায় চিহ্নিত আড়াই হাজারের বেশি গায়েবি মামলা চিহ্নিত হয়েছে। এসব মামলায় লাখ লাখ আসামি রয়েছে। এসব মামলা সাত দিনের মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে।
অন্য জেলার গায়েবি মামলাগুলো ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রত্যাহার করা হবে বলে জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, বিএনপিরসহ বিরোধীদের আন্দোলনের আগে-পরে এবং ভুয়া নির্বাচনের আগে পরে এসব গায়েবি মামলা হয়েছিল।
আসিফ নজরুল আরো বলেন, আওয়ামী লীগ সরকারের সময় মুক্তমত প্রকাশের জন্য দায়ের করা ৩৩২টি মামলার বিচারকাজ চলছে। এর মধ্যে ৫৭টি তদন্তাধীন। এর মধ্যে ১১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে। দুই সপ্তাহের মধ্যে বাকিগুলো প্রত্যাহার করা হবে।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে
সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২৫ জেলায় চিহ্নিত আড়াই হাজারের বেশি গায়েবি মামলা চিহ্নিত হয়েছে। এসব মামলায় লাখ লাখ আসামি রয়েছে। এসব মামলা সাত দিনের মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে।
অন্য জেলার গায়েবি মামলাগুলো ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রত্যাহার করা হবে বলে জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, বিএনপিরসহ বিরোধীদের আন্দোলনের আগে-পরে এবং ভুয়া নির্বাচনের আগে পরে এসব গায়েবি মামলা হয়েছিল।
আসিফ নজরুল আরো বলেন, আওয়ামী লীগ সরকারের সময় মুক্তমত প্রকাশের জন্য দায়ের করা ৩৩২টি মামলার বিচারকাজ চলছে। এর মধ্যে ৫৭টি তদন্তাধীন। এর মধ্যে ১১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে। দুই সপ্তাহের মধ্যে বাকিগুলো প্রত্যাহার করা হবে।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে