বিএনপি ছাড়া অন্য কেউ ক্ষমতায় এলে দেশের জন্য ভালো হবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি বড় দল- এমন বড়াই করে লাভ নেই। জনগণ মুখ ফিরিয়ে নিলে অস্তিত্ব থাকবে না। পাশাপাশি তিনি বলেন, পাঁচ আগস্টের পরে যারা ভোল পাল্টিয়ে দলে ভিড়তে চায়, তাদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে।
রোববার (১৯ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে লন্ডন থেকে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এসময় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, সামনের নির্বাচন খুব বেশি সহজ হবে না।
আওয়ামী লীগকে গণহত্যার জবাব দিতে হবে উল্লেখ করে বিএনপির এই শীর্ষনেতা বলেন, অনেকেই ভোল পাল্টিয়ে দলে ভিড়তে চায়। নিজেদের রক্ষার জন্য তাদের প্রতিহত করতে হবে।
তিনি বলেন, খালেদা জিয়া সব চেয়ে বেশি খুশি হবেন, যদি তিনি শোনেন বিএনপিকে জনগণ সমর্থন দিয়েছে।
গত এক যুগেরও বেশি সময় বাধ্য হয়ে দেশের বাইরে আছি জানিয়ে তারেক রহমান বলেন, বিভিন্ন দলের মতামত ভিন্ন থাকতে পারে। তবে একটি জায়গায় যেকোনো মূল্যে এক জায়গায় থাকতে হবে। সংবিধানের নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে ভোট হতে হবে। তাছাড়া জবাবদিহিতা সৃষ্টি হবে বলেও উল্লেখ করেন তিনি।
জুলাই-আগস্টের আন্দোলেন বিএনপির অন্তত ৫০০ নেতাকর্মী শহীদ হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, যারা ১৫ বছর দেশে বিএনপি নেতাকমীদের ওপর হামলা, নির্যাতন করেছে তারা অনেকেই বিএনপিতে ভিড়তে চায়। তাদের কোনোভাবেই আশপাশে আসতে দেওয়া যাবে না।
বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি বড় দল- এমন বড়াই করে লাভ নেই। জনগণ মুখ ফিরিয়ে নিলে অস্তিত্ব থাকবে না। পাশাপাশি তিনি বলেন, পাঁচ আগস্টের পরে যারা ভোল পাল্টিয়ে দলে ভিড়তে চায়, তাদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে।
রোববার (১৯ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে লন্ডন থেকে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এসময় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, সামনের নির্বাচন খুব বেশি সহজ হবে না।
আওয়ামী লীগকে গণহত্যার জবাব দিতে হবে উল্লেখ করে বিএনপির এই শীর্ষনেতা বলেন, অনেকেই ভোল পাল্টিয়ে দলে ভিড়তে চায়। নিজেদের রক্ষার জন্য তাদের প্রতিহত করতে হবে।
তিনি বলেন, খালেদা জিয়া সব চেয়ে বেশি খুশি হবেন, যদি তিনি শোনেন বিএনপিকে জনগণ সমর্থন দিয়েছে।
গত এক যুগেরও বেশি সময় বাধ্য হয়ে দেশের বাইরে আছি জানিয়ে তারেক রহমান বলেন, বিভিন্ন দলের মতামত ভিন্ন থাকতে পারে। তবে একটি জায়গায় যেকোনো মূল্যে এক জায়গায় থাকতে হবে। সংবিধানের নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে ভোট হতে হবে। তাছাড়া জবাবদিহিতা সৃষ্টি হবে বলেও উল্লেখ করেন তিনি।
জুলাই-আগস্টের আন্দোলেন বিএনপির অন্তত ৫০০ নেতাকর্মী শহীদ হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, যারা ১৫ বছর দেশে বিএনপি নেতাকমীদের ওপর হামলা, নির্যাতন করেছে তারা অনেকেই বিএনপিতে ভিড়তে চায়। তাদের কোনোভাবেই আশপাশে আসতে দেওয়া যাবে না।
বাংলা স্কুপ/ডেস্ক/এসকে