একদিন পরই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কঠোর নিরাপত্তা আর নিয়ম-কানুনের বেড়াজালে বন্দি এখন তিনি। কিন্তু তাঁকে যদি এখন দেখা যায় পাকিস্তানের রাস্তায় খাবার বিক্রি করতে! এমনটি শুনলে চমকে উঠবেন নিশ্চয়।
আসল ঘটনা অন্য রকম। পাকিস্তানের বাদামি ধূসর রঙের সালোয়ার-কামিজের ওপর কালো জ্যাকেট পরিহিত সেলিম বাগ্গাকে দেখলে এক মুহূর্তের জন্য হলেও থমকে যাবেন আপনি। তার চেহারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মত। ৫৩ বছর বয়সী সেলিম বাগ্গার শুধু চেহারাই না, তার সোনালী চুলও ঠিক ডোনাল্ড ট্রাম্পের মতই।
তিনি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এক ব্যস্ত বাজারে রঙিন কাঠের গাড়ি ঠেলে খাবার বিক্রি করেন। সেলিম বাগ্গা মূলত ক্ষীর বিক্রি করেন। মাঝে মাঝে ক্রেতাদের সামনে পাঞ্জাবি গানের সুর তোলেন, ‘এখন তুমি আমার কাছে এসো প্রিয়, দেরি করো না, আমার চোখ অপেক্ষায় ক্লান্ত।’ অন্যদের তুলনায় বেশি ক্রেতা ও মনোযোগও আকর্ষণ করেছেন এ বিক্রেতা।
তার কাছ থেকে ক্ষীর কিনে খেতে পছন্দ করেন স্থানীয় বাসিন্দারা। মোহাম্মদ ইয়াসিন নামে এক বাসিন্দা রয়টার্সকে বলেন, তার মনে হয় যেন ট্রাম্প এখানে এসে ক্ষীর বিক্রি করছেন। গান গেয়ে এ বিক্রেতা যখন ক্ষীর বিক্রি করেন, তখন তারা তার কাছে যান।
বাগ্গার সাথে সেলফি তোলা স্থানীয় আরেক বাসিন্দা ইমরান আশরাফ রয়টার্সকে বলেন, তার বানানো ক্ষীর সত্যিই মজাদার। তারা বাগ্গার সাথে কথা বলেন, সেলফি তোলেন এবং বন্ধুদের বলেন ট্রাম্পের সাথে ছবি তুলেছেন।
বাজারে এবং নিজ এলাকায় এত এত ক্যামেরা বাগ্গাকে অনুসরণ করলেও, বাগ্গা থাকেন নির্লিপ্ত। তিনি বলেন, তার চেহারা ডোনাল্ড ট্রাম্পের মতো বলেই লোকজন সেলফি তুলতে আসে। এটি তার কাছে খুব ভালো লাগে। এসময়, ডোনাল্ড ট্রাম্পকে পাকিস্তানে এসে তার বানানো ক্ষীর খেয়ে যাওয়ার আমন্ত্রণ জানান বাগ্গা। তিনি বলেন, তার বানানো ক্ষীর খেয়ে সত্যিই মজা পাবেন ট্রাম্প।
বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
আসল ঘটনা অন্য রকম। পাকিস্তানের বাদামি ধূসর রঙের সালোয়ার-কামিজের ওপর কালো জ্যাকেট পরিহিত সেলিম বাগ্গাকে দেখলে এক মুহূর্তের জন্য হলেও থমকে যাবেন আপনি। তার চেহারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মত। ৫৩ বছর বয়সী সেলিম বাগ্গার শুধু চেহারাই না, তার সোনালী চুলও ঠিক ডোনাল্ড ট্রাম্পের মতই।
তিনি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এক ব্যস্ত বাজারে রঙিন কাঠের গাড়ি ঠেলে খাবার বিক্রি করেন। সেলিম বাগ্গা মূলত ক্ষীর বিক্রি করেন। মাঝে মাঝে ক্রেতাদের সামনে পাঞ্জাবি গানের সুর তোলেন, ‘এখন তুমি আমার কাছে এসো প্রিয়, দেরি করো না, আমার চোখ অপেক্ষায় ক্লান্ত।’ অন্যদের তুলনায় বেশি ক্রেতা ও মনোযোগও আকর্ষণ করেছেন এ বিক্রেতা।
তার কাছ থেকে ক্ষীর কিনে খেতে পছন্দ করেন স্থানীয় বাসিন্দারা। মোহাম্মদ ইয়াসিন নামে এক বাসিন্দা রয়টার্সকে বলেন, তার মনে হয় যেন ট্রাম্প এখানে এসে ক্ষীর বিক্রি করছেন। গান গেয়ে এ বিক্রেতা যখন ক্ষীর বিক্রি করেন, তখন তারা তার কাছে যান।
বাগ্গার সাথে সেলফি তোলা স্থানীয় আরেক বাসিন্দা ইমরান আশরাফ রয়টার্সকে বলেন, তার বানানো ক্ষীর সত্যিই মজাদার। তারা বাগ্গার সাথে কথা বলেন, সেলফি তোলেন এবং বন্ধুদের বলেন ট্রাম্পের সাথে ছবি তুলেছেন।
বাজারে এবং নিজ এলাকায় এত এত ক্যামেরা বাগ্গাকে অনুসরণ করলেও, বাগ্গা থাকেন নির্লিপ্ত। তিনি বলেন, তার চেহারা ডোনাল্ড ট্রাম্পের মতো বলেই লোকজন সেলফি তুলতে আসে। এটি তার কাছে খুব ভালো লাগে। এসময়, ডোনাল্ড ট্রাম্পকে পাকিস্তানে এসে তার বানানো ক্ষীর খেয়ে যাওয়ার আমন্ত্রণ জানান বাগ্গা। তিনি বলেন, তার বানানো ক্ষীর খেয়ে সত্যিই মজা পাবেন ট্রাম্প।
বাংলা স্কুপ/ডেস্ক/এসকে