বাংলা স্কুপ, ২০ সেপ্টেম্বর ২০২৪:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে লরির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও চার যাত্রী।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে মহাসড়কের মিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ঢাকামুখী একটি লরি এসে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা চারটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় একটি অটোরিকশার চালক এবং এক পুরুষ যাত্রী মারা যায়। আহত ও নিহত সবাইকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
ইনচার্জ মো. শাহাদাৎ বলেন, দুজন নিহত হয়েছে বলে জেনেছি। তবে আমরা নিহত-আহত কাউকে ঘটনাস্থলে পাইনি। তাদের পরিচয় নিশ্চিত হতে পারিনি। লরিটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। কাউকে গ্রেপ্তার করা যায়নি।
ডেস্ক/এসকে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে লরির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও চার যাত্রী।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে মহাসড়কের মিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ঢাকামুখী একটি লরি এসে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা চারটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় একটি অটোরিকশার চালক এবং এক পুরুষ যাত্রী মারা যায়। আহত ও নিহত সবাইকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
ইনচার্জ মো. শাহাদাৎ বলেন, দুজন নিহত হয়েছে বলে জেনেছি। তবে আমরা নিহত-আহত কাউকে ঘটনাস্থলে পাইনি। তাদের পরিচয় নিশ্চিত হতে পারিনি। লরিটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। কাউকে গ্রেপ্তার করা যায়নি।
ডেস্ক/এসকে