রাজধানীর হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় প্রায় আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
ফিনিক্স লেদার নামে কারখানার ওই গুদামে শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ২টা ১৪ মিনিটের দিকে আগুন লাগে। সাততলা ভবনের পঞ্চম তলায় গুদামটি অবস্থিত। বিকেলে পৌনে ৫টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের এক বার্তায় জানানো হয়েছে।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি জানিয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ভবনে আটকে পড়া ব্যক্তিরা নিরাপদে বেরিয়ে এসেছেন। গুদামের আগুনের ঘটনায় আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে সহায়তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর সদস্যরা কাজ করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যেহেতু এটি লেদার গোডাউন তাই সেখানে কেমিক্যাল এর উপস্থিতি থাকতে পারে। তবে এই বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/এসকে
ফিনিক্স লেদার নামে কারখানার ওই গুদামে শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা ২টা ১৪ মিনিটের দিকে আগুন লাগে। সাততলা ভবনের পঞ্চম তলায় গুদামটি অবস্থিত। বিকেলে পৌনে ৫টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের এক বার্তায় জানানো হয়েছে।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি জানিয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ভবনে আটকে পড়া ব্যক্তিরা নিরাপদে বেরিয়ে এসেছেন। গুদামের আগুনের ঘটনায় আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে সহায়তায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর সদস্যরা কাজ করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যেহেতু এটি লেদার গোডাউন তাই সেখানে কেমিক্যাল এর উপস্থিতি থাকতে পারে। তবে এই বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/এসকে