বাংলাদেশ বডিবিল্ডিং (শরীরগঠন) ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ‘মিস্টার বাংলাদেশ’ খ্যাত নজরুল ইসলাম আর নেই। বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
বেশ কিছু দিন ধরে নজরুল ইসলাম গ্যাসট্রিকের সমস্যায় ভুগছিলেন। উনার পাকস্থলীতে পানি জমে গিয়েছিল বেশ কিছু দিন। কোনও খাবার খেতে পারছিলেন না। কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। বুধবার সেখানেই মারা যান সাবেক এ বডিবিল্ডার।
বুধবার বাদ যোহর আরমানিটোলা বড় মসজিদে জানাযা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
ছোটবেলা থেকেই খেলাধুরায় আগ্রহী ছিলেন নজরুল ইসলাম। আরমানিটোলা সরকারি (পাইলট) উচ্চ বিদ্যালয়ে স্কুল জীবন শুরু করেন তিনি। পরবর্তীতে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালযয়ে ভর্তি হন। ফজলুল হক হল ছাত্র সংসদে ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
ক্রীড়াবিদ হিসেবে বডিবিল্ডিং, কুস্তি ও জুডো চর্চা করেন তিনি। জাতীয় কুস্তি প্রতিযোগিতায় দুইবার রৌপ্য পদক জিতেছেন। জুডোতে ব্রাউন বেল্ট অর্জন করেন। বডিবিল্ডিং প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে স্বর্ণপদক জিতে ‘মিস্টার বাংলাদেশ’ খেতাব অর্জন করেন নজরুল ইসলাম।
বাংলাদেশের একমাত্র জাজ হিসেবে আন্তর্জাতিক শরীর গঠন প্রতিযোগিতায় জাজিং করার অভিজ্ঞতা রয়েছে তার। শরীরগঠন বিচারক এসোসিয়েশন তথা বাংলাদেশ বডিবিল্ডিং জাজেস এসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘ দিন বাংলাদেশ বডিবিল্ডিং (শরীরগঠন) ফেডারেশনের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন নজরুল ইসলাম।
এ ক্রীড়াবিদ ও সংগঠকের মৃত্যুতে ক্রীড়াঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। নজরুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ শরীরগঠন ফেডারেশন, বাংলাদেশ শরীরগঠন জাজেস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ উশু ফেডারেশন।
বাংলা স্কুপ/ ডেস্ক/এসকে
বেশ কিছু দিন ধরে নজরুল ইসলাম গ্যাসট্রিকের সমস্যায় ভুগছিলেন। উনার পাকস্থলীতে পানি জমে গিয়েছিল বেশ কিছু দিন। কোনও খাবার খেতে পারছিলেন না। কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। বুধবার সেখানেই মারা যান সাবেক এ বডিবিল্ডার।
বুধবার বাদ যোহর আরমানিটোলা বড় মসজিদে জানাযা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
ছোটবেলা থেকেই খেলাধুরায় আগ্রহী ছিলেন নজরুল ইসলাম। আরমানিটোলা সরকারি (পাইলট) উচ্চ বিদ্যালয়ে স্কুল জীবন শুরু করেন তিনি। পরবর্তীতে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালযয়ে ভর্তি হন। ফজলুল হক হল ছাত্র সংসদে ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
ক্রীড়াবিদ হিসেবে বডিবিল্ডিং, কুস্তি ও জুডো চর্চা করেন তিনি। জাতীয় কুস্তি প্রতিযোগিতায় দুইবার রৌপ্য পদক জিতেছেন। জুডোতে ব্রাউন বেল্ট অর্জন করেন। বডিবিল্ডিং প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে স্বর্ণপদক জিতে ‘মিস্টার বাংলাদেশ’ খেতাব অর্জন করেন নজরুল ইসলাম।
বাংলাদেশের একমাত্র জাজ হিসেবে আন্তর্জাতিক শরীর গঠন প্রতিযোগিতায় জাজিং করার অভিজ্ঞতা রয়েছে তার। শরীরগঠন বিচারক এসোসিয়েশন তথা বাংলাদেশ বডিবিল্ডিং জাজেস এসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। দীর্ঘ দিন বাংলাদেশ বডিবিল্ডিং (শরীরগঠন) ফেডারেশনের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন নজরুল ইসলাম।
এ ক্রীড়াবিদ ও সংগঠকের মৃত্যুতে ক্রীড়াঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে। নজরুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ শরীরগঠন ফেডারেশন, বাংলাদেশ শরীরগঠন জাজেস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ উশু ফেডারেশন।
বাংলা স্কুপ/ ডেস্ক/এসকে