ফেনীর সোনাগাজী উপজেলার মুহুরী নদীর পূর্ব সোনাপুর, আমতলা এলাকায় নদীভাঙ্গন রোধে দ্রুত নদী খনন কার্যক্রম বাস্তবায়নের দাবযতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে মুহুরী নদীর ভাঙ্গন স্থানে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন আমিরাবাদ ইউনিয়ন বিএনপি'র সভাপতি নুর উদ্দিন।
মানববন্ধনের বক্তারা বলেন, মুহুরী নদীর এই এলাকায় নদী বাঁকা হয় প্রতিনিয়ত ভাঙছে বাড়িঘরসহ জনপদ। নদীর পূর্ব সোনাপুর, আমতলা এলাকায় নদীভাঙ্গন রোধে বাঁকা নদী সোজাকরণে দ্রুত নদী খননের বাস্তবায়নের দাবি জানান এলাকাবাসী। তারা বলেন, পতিত স্বৈরাচারদের নেতৃত্বে নদী থেকে অবাধে বালু উত্তোলন করায় এ এলাকা নদী গর্ভে বিলীন হতে চলেছে।
স্থানীয় শাহজাহান মিয়া বলেন, নদী ভাঙ্গনের তার ২ শতাংশ বিলীন হয়ে গেছে। তিনি পরিবার-পরিজন নিয়ে স্থানীয় বেড়িবাধে আশ্রয় নিয়েছেন। বিগত সময় তার মতো অর্ধশতাধিক পরিবারের বসতবাড়ি বিলীন হয়ে গেছে। আমিরাবাদ ইউনিয়ন বিএনপি'র সভাপতি নুর উদ্দিন বলেন, কয়েক গ্রামের মানুষের বাড়িঘর ও সম্পদ বাঁচাতে দ্রুত নদী খননে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি সম্পদ উপদেষ্টার নিকট অনুরোধ জানান।
আমিরাবাদ ইউনিয়নের সর্বস্তরের এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক নুরুজ্জামান, স্থানীয় সমাজসেবক আমির হোসেন, আব্দুর রব, আবুল কালাম, ফারুক হোসেন, সেলিম, শাহাবুদ্দিন, ক্ষতিগ্রস্ত সিদ্দিক মাঝি, আবু সাঈদ, রিয়াদ হোসেনসহ শতাধিক এলাকাবাসী।
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে
মানববন্ধনের বক্তারা বলেন, মুহুরী নদীর এই এলাকায় নদী বাঁকা হয় প্রতিনিয়ত ভাঙছে বাড়িঘরসহ জনপদ। নদীর পূর্ব সোনাপুর, আমতলা এলাকায় নদীভাঙ্গন রোধে বাঁকা নদী সোজাকরণে দ্রুত নদী খননের বাস্তবায়নের দাবি জানান এলাকাবাসী। তারা বলেন, পতিত স্বৈরাচারদের নেতৃত্বে নদী থেকে অবাধে বালু উত্তোলন করায় এ এলাকা নদী গর্ভে বিলীন হতে চলেছে।
স্থানীয় শাহজাহান মিয়া বলেন, নদী ভাঙ্গনের তার ২ শতাংশ বিলীন হয়ে গেছে। তিনি পরিবার-পরিজন নিয়ে স্থানীয় বেড়িবাধে আশ্রয় নিয়েছেন। বিগত সময় তার মতো অর্ধশতাধিক পরিবারের বসতবাড়ি বিলীন হয়ে গেছে। আমিরাবাদ ইউনিয়ন বিএনপি'র সভাপতি নুর উদ্দিন বলেন, কয়েক গ্রামের মানুষের বাড়িঘর ও সম্পদ বাঁচাতে দ্রুত নদী খননে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি সম্পদ উপদেষ্টার নিকট অনুরোধ জানান।
আমিরাবাদ ইউনিয়নের সর্বস্তরের এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক নুরুজ্জামান, স্থানীয় সমাজসেবক আমির হোসেন, আব্দুর রব, আবুল কালাম, ফারুক হোসেন, সেলিম, শাহাবুদ্দিন, ক্ষতিগ্রস্ত সিদ্দিক মাঝি, আবু সাঈদ, রিয়াদ হোসেনসহ শতাধিক এলাকাবাসী।
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে