বাংলাদেশ ব্যাংকের নতুন পরিচালক ফাহমিদা আকতার

আপলোড সময় : ১৯-০৯-২০২৪ ০৯:৪৪:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৯-২০২৪ ০৯:৪৪:৩৯ অপরাহ্ন
বাংলা স্কুপ, ১৯ সেপ্টেম্বর ২০২৪: 
বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা আকতার খাতুন।
রাষ্ট্রপতির আদেশে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের উপসচিব আফছানা বিলকিসের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের অর্ডার, ১৯৭২-এর অনুচ্ছেদে ৯(৩)(সি) অনুযায়ী সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা আকতার খাতুনকে বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের পরিচালক হিসেবে তার যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নিউজ ডেস্ক/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :