​আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ

আপলোড সময় : ১৩-০১-২০২৫ ০২:০১:১০ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০১-২০২৫ ০২:০১:১০ অপরাহ্ন
সাভারের আশুলিয়ায় শারমিন গ্রুপের ছাঁটাইকৃত শ্রমিকেরা পাওনা পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করেছেন। এতে আশুলিয়ার জামগড়া থেকে জিরাবো পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে আশুলিয়া-ডিইপিজেড-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকায় শারমিন গ্রুপ কারখানার সামনে শ্রমিকরা অবস্থান নিয়ে অবরোধ করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছে।

আশুলিয়া শিল্প-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শারমিন গ্রুপের কারখানা থেকে ছাঁটাইকৃত শ্রমিকদের বেতনসহ বিভিন্ন পাওনার দাবিতে শ্রমিকরা রাস্তায় অবস্থায় নিয়েছে। আমরা সমাধানের চেষ্টা করছি।
 
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :