ব্যক্তিগত কারণে দেখিয়ে পদত্যাগ করেছেন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী জাকিউল ইসলাম।
রোববার (১২ জানুয়ারি) বিদ্যুৎ বিভাগের সচিবের কাছে তিনি পদত্যাগপত্র (স্মারক নং : ২৭.২৯.০০০০.০৮২.৯৯.০০১.২৫-০৬) পাঠিয়েছেন। পদত্যাগপত্রটি বিদ্যুৎ বিভাগের সচিবের দপ্তরে (পিএস১৫৩) সোমবার (১৩ জানুয়ারি) সকালে জমা হয়েছে।
পদত্যাগপত্রে জাকিউল ইসলাম বলেন, আমি ২০১৫ সালের ৩০ জুলাই থেকে নেসকোর ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত আছি। আমি ব্যক্তিগত কারণে নেসকো'র সার্ভিস রুলস ২০২৩ এর ১০.২ ধারা অনুসারে উক্ত পদ হতে পদত্যাগ করছি।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
রোববার (১২ জানুয়ারি) বিদ্যুৎ বিভাগের সচিবের কাছে তিনি পদত্যাগপত্র (স্মারক নং : ২৭.২৯.০০০০.০৮২.৯৯.০০১.২৫-০৬) পাঠিয়েছেন। পদত্যাগপত্রটি বিদ্যুৎ বিভাগের সচিবের দপ্তরে (পিএস১৫৩) সোমবার (১৩ জানুয়ারি) সকালে জমা হয়েছে।
পদত্যাগপত্রে জাকিউল ইসলাম বলেন, আমি ২০১৫ সালের ৩০ জুলাই থেকে নেসকোর ব্যবস্থাপনা পরিচালক পদে কর্মরত আছি। আমি ব্যক্তিগত কারণে নেসকো'র সার্ভিস রুলস ২০২৩ এর ১০.২ ধারা অনুসারে উক্ত পদ হতে পদত্যাগ করছি।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে