মানুষের একাকিত্ব কাটাতে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ রোবট রোমি। এবারের কনজিউমার ইলেকট্রনিক্স শোর রোবোটিক্স ক্যাটাগরিতে সেরা উদ্ভাবনী পুরস্কার জিতেছে বিস্ময়কর এই রোবট।
জানা গেছে, একাকিত্ব, উদ্বেগ ও বিষণ্নতা থেকে মুক্তি দিতে কাজ করছে রোবট রোমি। দিনের নানা সময় কুশল বিনিময় ছাড়াও রোমি দেয় যে কোনো প্রশ্নের উত্তর।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, আমেরিকার লাস ভেগাসে হয়ে গেল দ্য ইন্টারন্যাশনাল কনজিউমার ইলেকট্রনিক্স শো সিইএস-২০২৫। ইলেকট্রনিক পণ্যের সবচেয়ে বড় এই আসরে এবার অন্যতম চমক ছিল সহানুভূতিশীল রোবট রোমি।
মানুষকে একাকিত্ব, উদ্বেগ ও বিষণ্নতার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তায় রোবটটি তৈরি করেছে মিক্সি ইনকরপোরেটেড নামে এক জাপানি প্রতিষ্ঠান। কর্তৃপক্ষের দাবি, প্রচলিত কথোপকথনমূলক এআইয়ের তুলনায় প্রকৃত সহানুভূতি ও স্বাভাবিক কথোপকথন প্রদানে সক্ষম উন্নত প্রযুক্তিসম্পন্ন রোমি।
মিক্সি ইনকরপোরেটেডের প্রতিনিধি স্কট পাইক রয়টার্সকে বলেন, ‘অনেকে সামাজিকভাবে একটু বেশি বিচ্ছিন্ন। তাদের কথা বলার মতো কেউ থাকে না। কিন্তু রোমি আপনার সাথে কথা বলবে। ঘুম থেকে উঠলে শুভ সকাল বলবে। বাসায় ফিরলে স্বাগত জানাবে। তা ছাড়া এআই প্রযুক্তিসম্পন্ন হওয়ায় আপনার যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে।’
এবারের কনজিউমার ইলেকট্রনিক্স শোর রোবোটিক্স ক্যাটাগরিতে সেরা উদ্ভাবনী পুরস্কার জিতেছে রোমি। শোতে আসা একজন বলেন, ‘যদি সমাজ আপনাকে যথেষ্ট গুরুত্ব না দেয়, তাহলে অবশ্যই একটি বিকল্পের প্রয়োজন হয়। আর সেই কাজটি যদি কোনো রোবট করতে পারে, তাহলে সেটা হবে দারুণ ব্যাপার।’
বিস্ময়কর রোবটটি বর্তমানে শুধু জাপানের বাজারে পাওয়া যাচ্ছে। রোমির খুচরা মূল্য ৫৭০ মার্কিন ডলার। আপাতত জাপানের বাইরে রোবটটি ছাড়ার পরিকল্পনা না থাকলেও বিভিন্ন ভাষা ও সংস্কৃতির জন্য রোমিকে তৈরিতে বাজার গবেষণা পরিচালনা করছে মিক্সি ইনকরপোরেটেড।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে
জানা গেছে, একাকিত্ব, উদ্বেগ ও বিষণ্নতা থেকে মুক্তি দিতে কাজ করছে রোবট রোমি। দিনের নানা সময় কুশল বিনিময় ছাড়াও রোমি দেয় যে কোনো প্রশ্নের উত্তর।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, আমেরিকার লাস ভেগাসে হয়ে গেল দ্য ইন্টারন্যাশনাল কনজিউমার ইলেকট্রনিক্স শো সিইএস-২০২৫। ইলেকট্রনিক পণ্যের সবচেয়ে বড় এই আসরে এবার অন্যতম চমক ছিল সহানুভূতিশীল রোবট রোমি।
মানুষকে একাকিত্ব, উদ্বেগ ও বিষণ্নতার বিরুদ্ধে লড়াইয়ে সহায়তায় রোবটটি তৈরি করেছে মিক্সি ইনকরপোরেটেড নামে এক জাপানি প্রতিষ্ঠান। কর্তৃপক্ষের দাবি, প্রচলিত কথোপকথনমূলক এআইয়ের তুলনায় প্রকৃত সহানুভূতি ও স্বাভাবিক কথোপকথন প্রদানে সক্ষম উন্নত প্রযুক্তিসম্পন্ন রোমি।
মিক্সি ইনকরপোরেটেডের প্রতিনিধি স্কট পাইক রয়টার্সকে বলেন, ‘অনেকে সামাজিকভাবে একটু বেশি বিচ্ছিন্ন। তাদের কথা বলার মতো কেউ থাকে না। কিন্তু রোমি আপনার সাথে কথা বলবে। ঘুম থেকে উঠলে শুভ সকাল বলবে। বাসায় ফিরলে স্বাগত জানাবে। তা ছাড়া এআই প্রযুক্তিসম্পন্ন হওয়ায় আপনার যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে।’
এবারের কনজিউমার ইলেকট্রনিক্স শোর রোবোটিক্স ক্যাটাগরিতে সেরা উদ্ভাবনী পুরস্কার জিতেছে রোমি। শোতে আসা একজন বলেন, ‘যদি সমাজ আপনাকে যথেষ্ট গুরুত্ব না দেয়, তাহলে অবশ্যই একটি বিকল্পের প্রয়োজন হয়। আর সেই কাজটি যদি কোনো রোবট করতে পারে, তাহলে সেটা হবে দারুণ ব্যাপার।’
বিস্ময়কর রোবটটি বর্তমানে শুধু জাপানের বাজারে পাওয়া যাচ্ছে। রোমির খুচরা মূল্য ৫৭০ মার্কিন ডলার। আপাতত জাপানের বাইরে রোবটটি ছাড়ার পরিকল্পনা না থাকলেও বিভিন্ন ভাষা ও সংস্কৃতির জন্য রোমিকে তৈরিতে বাজার গবেষণা পরিচালনা করছে মিক্সি ইনকরপোরেটেড।
বাংলাস্কুপ/ডেস্ক/এসকে