বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রতিযোগিতা ছাড়া প্রকল্প-টেন্ডার নয় : জ্বালানি উপদেষ্টা

আপলোড সময় : ১৯-০৯-২০২৪ ০২:০৯:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-১০-২০২৪ ০৫:৫০:৩৯ অপরাহ্ন

বাংলা স্কুপ, ১৯ সেপ্টেম্বর ২০২৪: 
বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প ও টেন্ডার দেওয়া হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
জ্বালানি উপদেষ্টা বলেন, এখন থেকে বিদ্যুৎ ও জ্বালানি খাতে প্রতিযোগিতা ছাড়া কোনো প্রকল্প ও টেন্ডার দেওয়া হবে না। অতীতে যে চুক্তি হয়েছে তা পর্যালোচনা করা হবে। প্রতিটি চুক্তিতে ভালো কিছু বিশ্বাসের বিষয় থাকে। কিন্তু কোথাও কোথাও ধোকা দেয়ার বিষয় রয়েছে। তাই ২টি কমিটি করা হয়েছে যা চুক্তিগুলো পর্যালোচনা করবে। 
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, গ্যাসপ্রম, এস আলম, সামিট নিয়ে দুর্নীতির অভিযোগ থাকলে এ নিয়ে গঠিত নতুন কমিটি তদন্ত করবে। শ্বেতপত্র কমিটিও এ নিয়ে কাজ করছে। ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে চুক্তি পর্যালোচনা করা হবে। এক্ষেত্রে দুর্নীতি তদন্ত করা হবে।
আসন্ন শীতে জ্বালানি সংকট হবে না এমন আশ্বাস দিয়ে তিনি বলেন, ডলারের কারণে জ্বালানি ও বিদ্যুৎ সংকট হবে না। এলএনজিও আমদানি অব্যাহত আছে। 
জ্বালানি উপদেষ্টা বলেন, গ্যাসের সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা চাই গ্যাসের যে সম্ভাবনা আছে তা বের করবো। 
তিনি আরও বলেন, ভোলা নর্থ গ্যাসক্ষেত্রে ২ টিসিএফ গ্যাস রয়েছে, আর ২ দশমিক ৬ টিসিএফ গ্যাস রিসোর্স আছে, যেটা পাওয়া সম্ভব। তবে পত্রিকায় এসেছে, ভোলা গ্যাসক্ষেত্রে ৫ টিসিএফ গ্যাস রিজার্ভ রয়েছে, যা পুরোপুরি ভুল তথ্য।
জ্বালানি উপদেষ্টা জানান, সারাদেশে আরও ১০০টি কূপ খনন করার উদ্যোগ নেয়া হয়েছে। উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো গ্যাস কূপ খনন, প্রকল্প করতে দেয়া হবে না।
নিউজ ডেস্ক/এসকে

ভিডিও দেখুন
https://www.youtube.com/watch?v=SUf8zk4Op98

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :