পটুয়াখালী সদর উপজেলার মৌকরন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিমকে অপহরণ ও হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সমাবেশে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ হাজার হাজার নারী-পুরুষ এতে অংশ নেন। বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, "এই অপহরণ শুধু একজন চেয়ারম্যানের বিরুদ্ধে নয়, এটি এলাকার আইন-শৃঙ্খলার ওপর আঘাত।"
বক্তারা আরও বলেন, দ্রুত অপহরণকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তারা প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "যদি সঠিক পদক্ষেপ না নেওয়া হয়, তবে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।"
এই ঘটনায় চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিমের স্ত্রী ফারহানা খানম বাদী হয়ে গত ২ ডিসেম্বর রাতে ঢাকার কেরানীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর পটুয়াখালী থেকে ঢাকা যাওয়ার পথে কেরানীগঞ্জে একদল লোক তাঁকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে কেরানীগঞ্জ থানা পুলিশ গত ২ ডিসেম্বর ধলেশ্বর পাড়া থেকে তাকে উদ্ধার করে। এ সময় বিকাশে একলাখ টাকাও নেয় অপহরনকারিরা।
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এসকে
বক্তারা আরও বলেন, দ্রুত অপহরণকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তারা প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, "যদি সঠিক পদক্ষেপ না নেওয়া হয়, তবে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।"
এই ঘটনায় চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিমের স্ত্রী ফারহানা খানম বাদী হয়ে গত ২ ডিসেম্বর রাতে ঢাকার কেরানীগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর পটুয়াখালী থেকে ঢাকা যাওয়ার পথে কেরানীগঞ্জে একদল লোক তাঁকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে কেরানীগঞ্জ থানা পুলিশ গত ২ ডিসেম্বর ধলেশ্বর পাড়া থেকে তাকে উদ্ধার করে। এ সময় বিকাশে একলাখ টাকাও নেয় অপহরনকারিরা।
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এসকে