ঋণ নিয়ে ইসলামী ব্যাংকের ১ হাজার ১১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের ছেলে ও ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলমসহ ৫৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের উপ-পরিচালক মো মোস্তাফিজুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ইসলামী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ঋণ নেওয়া প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীও রয়েছেন।
দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, আসামিরা পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হওয়ার আশায় এবং অপরকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে প্রতারণা ও জাল-জালিয়াতি করে রেকর্ডপত্র তৈরি করেন। পরে সেসব কাগজপত্র ব্যবহার করে ইসলামী ব্যাংকের চট্টগ্রাম জুবিলী রোড শাখা থেকে ৯৯৩ কোটি ৭০ লাখ ২৩ হাজার ৪৭৮ টাকা ঋণ নেওয়া হয়। যা মুনাফাসহ ১ হাজার ১১৩ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার ৭৭৯ টাকা।
আসামিরা এসব টাকা আত্মসাৎ করে তারা দণ্ডবিধি, দুদক ও মানি লন্ডারিং আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে
দুদকের উপ-পরিচালক মো মোস্তাফিজুর রহমান বাদী হয়ে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ইসলামী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ঋণ নেওয়া প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীও রয়েছেন।
দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, আসামিরা পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হওয়ার আশায় এবং অপরকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে প্রতারণা ও জাল-জালিয়াতি করে রেকর্ডপত্র তৈরি করেন। পরে সেসব কাগজপত্র ব্যবহার করে ইসলামী ব্যাংকের চট্টগ্রাম জুবিলী রোড শাখা থেকে ৯৯৩ কোটি ৭০ লাখ ২৩ হাজার ৪৭৮ টাকা ঋণ নেওয়া হয়। যা মুনাফাসহ ১ হাজার ১১৩ কোটি ৯৩ লাখ ৬৩ হাজার ৭৭৯ টাকা।
আসামিরা এসব টাকা আত্মসাৎ করে তারা দণ্ডবিধি, দুদক ও মানি লন্ডারিং আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে