ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্র প্রদেশের তিরুপাতি মন্দিরে পদদলিত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এ পদদলিতের ঘটনা ঘটে। মন্দিরে ১০দিনের এক উৎসবে প্রবেশের জন্য ফ্রি টোকেন পেতে বিপুল সংখ্যক মানুষের হুড়োহুড়ির কারণে এই পদদলিত এবং প্রাণহানির ঘটনা ঘটে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, ১০-১৯ জানুয়ারি পর্যন্ত অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিরুপতি নামে পরিচিত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে ভক্তদের দর্শনের সুযোগ দেয়া হয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার থেকে টোকেন ইস্যু করতে কর্তৃপক্ষ একটি স্কুলে কাউন্টার স্থাপন করে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যালয় জানায়, আজ বৃহস্পতিবার থেকে টোকেন দেওয়ার কথা থাকলেও শত শত মানুষ প্রায় ২০০০ বছরের পুরোনো এই মন্দিরে যাওয়ার টোকেন সংগ্রহ করার জন্য বুধবার থেকেই লাইনে দাঁড়াতে শুরু করে।
এনডিটিভি জানায়, বুধবার সকাল থেকেই প্রায় ৪,০০০-৫,০০০ মানুষ কাউন্টারে ভিড় করেন। সন্ধ্যা নাগাদ ভিড় অশান্ত হয়ে ওঠে, যার ফলে ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ি শুরু হয় এবং একপর্যায়ে সেখানে পদদলনের ঘটনা ঘটে।ভিড় সামলানোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় পদদলিত হয়ে অন্তত ছয়জন মারা যায় এবং ৪০ জনের বেশি আহত হয়।
মন্দিরে পদদলিতের এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “অন্ধ্র প্রদেশের তিরুপতিতে পদদলিত হয়ে হতাহতের ঘটনায় ব্যথিত হয়েছি। যারা তাদের কাছের মানুষ এবং প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা।”
বাংলাস্কুপ/ ডেস্ক/এনআইএন
প্রতিবেদনে বলা হয়, ১০-১৯ জানুয়ারি পর্যন্ত অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিরুপতি নামে পরিচিত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে ভক্তদের দর্শনের সুযোগ দেয়া হয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার থেকে টোকেন ইস্যু করতে কর্তৃপক্ষ একটি স্কুলে কাউন্টার স্থাপন করে। রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যালয় জানায়, আজ বৃহস্পতিবার থেকে টোকেন দেওয়ার কথা থাকলেও শত শত মানুষ প্রায় ২০০০ বছরের পুরোনো এই মন্দিরে যাওয়ার টোকেন সংগ্রহ করার জন্য বুধবার থেকেই লাইনে দাঁড়াতে শুরু করে।
এনডিটিভি জানায়, বুধবার সকাল থেকেই প্রায় ৪,০০০-৫,০০০ মানুষ কাউন্টারে ভিড় করেন। সন্ধ্যা নাগাদ ভিড় অশান্ত হয়ে ওঠে, যার ফলে ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ি শুরু হয় এবং একপর্যায়ে সেখানে পদদলনের ঘটনা ঘটে।ভিড় সামলানোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় পদদলিত হয়ে অন্তত ছয়জন মারা যায় এবং ৪০ জনের বেশি আহত হয়।
মন্দিরে পদদলিতের এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “অন্ধ্র প্রদেশের তিরুপতিতে পদদলিত হয়ে হতাহতের ঘটনায় ব্যথিত হয়েছি। যারা তাদের কাছের মানুষ এবং প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা।”
বাংলাস্কুপ/ ডেস্ক/এনআইএন