চার ম্যাচ সিরিজের প্রথম দুটিতে হার। সিরিজ হারের শঙ্কা নিয়েই বুধবার (৮ জানুয়ারি) মাঠে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। তবে তৃতীয় ম্যাচে হারতে হয়নি। স্বাগতিক শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে চার টি-টোয়েন্টির সিরিজে টিকে থাকলো তারা।
আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৯ রান তোলে। জবাবে খেলতে নেমে বড় ধাক্কা খায় বাংলাদেশ। স্কোরবোর্ডে কোনও রান যোগ না হতেই দুই উইকেটের পতন। তৃতীয় উইকেটে ফাহমিদা ছোঁয়া ও সাদিয়া ইসলাম মিলে ৪৩ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। সাদিয়া ২৮ বলে ২৪ রান করে আউট হওয়ার পর হাল ধরেন অধিনায়ক সুমাইয়া আক্তার। ছোঁয়া এবং সুমাইয়া মিলে গড়েন আরও ৩৩ রানের জুটি। ৪২ বলে ৩৮ রান করে ছোঁয়া দুর্ভাগ্যজনকভাবে রান আউট হলে এই জুটি ভাঙে।
এরপর সুমাইয়া (১৪) ও সাদিয়া (১) আউট হলেও জয় পেতে সমস্যা হয়নি। আফিয়ার ১৮ বলে ২৬ রানের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের মেয়েরা ২ বল আগেই ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে। এই জয়ে বাংলাদেশ ব্যবধান ২-১ এ নামালো। পরের ম্যাচটি জিততে পারলেও বাংলাদেশ সিরিজ ট্রফি ভাগাভাগি করতে পারবে তারা।
লঙ্কান বোলারদের মধ্যে শশিনী গিমানি ও রাশমিকা সেওয়ান্দি প্রত্যেকে দুটি করে উইকেট নেন।
এদিন টসে জিতে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা পাওয়ার প্লেতে ভালো করতে পারেনি। বিশেষ করে টপ অর্ডার ব্যাটাররা বাংলাদেশের বোলিংয়ের বিপক্ষে অস্বস্তিতে ভুগেছেন। রান করলেও স্ট্রাইক রোটেট করতে না পারেনি। শেষ দুই ব্যাটার হিরুনি হংসিকা ১৯ বলে ২৪ এবং শশিনী ৭ বলে ১৪ রান না করলে ১০৯ রান করা হতো না লঙ্কানদের।
বাংলাদেশের বোলারদের মধ্যে আনিশা আক্তার সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন। এছাড়া একটি করে উইকেট নেন নিশিতা আক্তার, ছোয়াঁ ও মাদিয়ার ইসলাম।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে
আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৯ রান তোলে। জবাবে খেলতে নেমে বড় ধাক্কা খায় বাংলাদেশ। স্কোরবোর্ডে কোনও রান যোগ না হতেই দুই উইকেটের পতন। তৃতীয় উইকেটে ফাহমিদা ছোঁয়া ও সাদিয়া ইসলাম মিলে ৪৩ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেন। সাদিয়া ২৮ বলে ২৪ রান করে আউট হওয়ার পর হাল ধরেন অধিনায়ক সুমাইয়া আক্তার। ছোঁয়া এবং সুমাইয়া মিলে গড়েন আরও ৩৩ রানের জুটি। ৪২ বলে ৩৮ রান করে ছোঁয়া দুর্ভাগ্যজনকভাবে রান আউট হলে এই জুটি ভাঙে।
এরপর সুমাইয়া (১৪) ও সাদিয়া (১) আউট হলেও জয় পেতে সমস্যা হয়নি। আফিয়ার ১৮ বলে ২৬ রানের ঝড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের মেয়েরা ২ বল আগেই ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে। এই জয়ে বাংলাদেশ ব্যবধান ২-১ এ নামালো। পরের ম্যাচটি জিততে পারলেও বাংলাদেশ সিরিজ ট্রফি ভাগাভাগি করতে পারবে তারা।
লঙ্কান বোলারদের মধ্যে শশিনী গিমানি ও রাশমিকা সেওয়ান্দি প্রত্যেকে দুটি করে উইকেট নেন।
এদিন টসে জিতে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা পাওয়ার প্লেতে ভালো করতে পারেনি। বিশেষ করে টপ অর্ডার ব্যাটাররা বাংলাদেশের বোলিংয়ের বিপক্ষে অস্বস্তিতে ভুগেছেন। রান করলেও স্ট্রাইক রোটেট করতে না পারেনি। শেষ দুই ব্যাটার হিরুনি হংসিকা ১৯ বলে ২৪ এবং শশিনী ৭ বলে ১৪ রান না করলে ১০৯ রান করা হতো না লঙ্কানদের।
বাংলাদেশের বোলারদের মধ্যে আনিশা আক্তার সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন। এছাড়া একটি করে উইকেট নেন নিশিতা আক্তার, ছোয়াঁ ও মাদিয়ার ইসলাম।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে