দেশজুড়ে বাড়ছে শীতের তীব্রতা। ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে বাড়ছে ভোগান্তি। শীতের এমন পরিস্থিতি আরও কয়েক দিন থাকতে পারে। সঙ্গে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৮ জানুয়ারি) ভোর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বয়ে যাচ্ছে ঠাণ্ডা বাতাস। গতকালের চেয়ে শীত বেড়েছে সারা দেশেই। কুয়াশা বেশি থাকায় সকাল থেকেই মেলেনি সূর্যের দেখা। তবে বেলা বাড়ার সঙ্গে হালকা রোদের দেখা পেয়েছে রাজধানীবাসী। তারপরও কমেনি শীতের অনুভূতি।
অধিদপ্তর জানিয়েছে, কুয়াশার পরিমাণ বাড়ছে। বাড়ছে শীতও। আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত এমন পরিস্থিতি থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে, আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। চলতি সপ্তাহেই শৈত্যপ্রবাহের শঙ্কা রয়েছে। বিশেষ করে পঞ্চগড়, চুয়াডাঙ্গা, ঈশ্বরদীসহ বেশ কয়েক জায়গায় তাপমাত্রা কমে আসতে পারে।
এ সময় সিলেট ও ময়মনসিংহে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানীর তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে
বুধবার (৮ জানুয়ারি) ভোর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বয়ে যাচ্ছে ঠাণ্ডা বাতাস। গতকালের চেয়ে শীত বেড়েছে সারা দেশেই। কুয়াশা বেশি থাকায় সকাল থেকেই মেলেনি সূর্যের দেখা। তবে বেলা বাড়ার সঙ্গে হালকা রোদের দেখা পেয়েছে রাজধানীবাসী। তারপরও কমেনি শীতের অনুভূতি।
অধিদপ্তর জানিয়েছে, কুয়াশার পরিমাণ বাড়ছে। বাড়ছে শীতও। আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত এমন পরিস্থিতি থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে, আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। চলতি সপ্তাহেই শৈত্যপ্রবাহের শঙ্কা রয়েছে। বিশেষ করে পঞ্চগড়, চুয়াডাঙ্গা, ঈশ্বরদীসহ বেশ কয়েক জায়গায় তাপমাত্রা কমে আসতে পারে।
এ সময় সিলেট ও ময়মনসিংহে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানীর তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এসকে