শীত আসার সঙ্গে সঙ্গে দেশে আসতে শুরু করেছে পরিযায়ী পাখি। প্রতিবছরের মতো এবারও কুমিল্লা সদর উপজেলার চম্পকনগরের জলাশয় ও সিরাজগঞ্জের হার্টিকুমরুল-শাহজাদপুর সড়ক–সংলগ্ন বাকুয়ার বিলে এসেছে এসব পাখি। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এই পাখিদের দেখতে শীতে এসব স্থানে আসেন অনেকে প্রকৃতিপ্রেমী।
দেখা গেছে, ঝাঁক বেঁধে জলাশয়ে ভেসে বেড়াচ্ছে পরিযায়ী পাখি। দল থেকে বেরিয়ে কিছু পাখি উড়ে বেড়াচ্ছে। জলাশয়ে নামছে একঝাঁক পাখি। জলাশয়ে ভেসে বেড়াচ্ছে কয়েকটি পরিযায়ী পাখি। গাছের ডালে পরিযায়ী পাখির ঝাঁক। কচুরিপানা ভরা বিলে পাতি সরালি ও শামুকখোল পাখির ঝাঁক। কচুরিপানা ভরা বিলে পাতি সরালি ও শামুকখোল পাখির ঝাঁক। আকাশে ডানা মেলে উড়ছে একঝাঁক পাতি সরালি।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে
দেখা গেছে, ঝাঁক বেঁধে জলাশয়ে ভেসে বেড়াচ্ছে পরিযায়ী পাখি। দল থেকে বেরিয়ে কিছু পাখি উড়ে বেড়াচ্ছে। জলাশয়ে নামছে একঝাঁক পাখি। জলাশয়ে ভেসে বেড়াচ্ছে কয়েকটি পরিযায়ী পাখি। গাছের ডালে পরিযায়ী পাখির ঝাঁক। কচুরিপানা ভরা বিলে পাতি সরালি ও শামুকখোল পাখির ঝাঁক। কচুরিপানা ভরা বিলে পাতি সরালি ও শামুকখোল পাখির ঝাঁক। আকাশে ডানা মেলে উড়ছে একঝাঁক পাতি সরালি।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে