নতুন বছরের প্রথম দিনে পটুয়াখালীতে প্রাথমিক পর্যায়ের সকল স্কুলে ১ম থেকে ৩য় শ্রেণির শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। বুধবার (১ জানুয়ারি) সকালে রশিদ কিশলয় এবং পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
উৎসবমুখর পরিবেশে বছরের শুরুতে হাতে নতুন বই পেয়ে আনন্দে উদ্ভাসিত হয়েছে কোমলমতি শিশুরা। ভালোভাবে পড়াশুনা করার প্রত্যয় ব্যাক্ত করে তারা।
নতুন শিক্ষাক্রমে শিশুরা তাদের জ্ঞানের ভাণ্ডার পরিপূর্ণ করবে এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে এমন আশাবাদ ব্যাক্ত করেন জেলা প্রশাসক। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বখতিয়ার রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলা স্কুপ/ প্রতিনিধি/এসকে
উৎসবমুখর পরিবেশে বছরের শুরুতে হাতে নতুন বই পেয়ে আনন্দে উদ্ভাসিত হয়েছে কোমলমতি শিশুরা। ভালোভাবে পড়াশুনা করার প্রত্যয় ব্যাক্ত করে তারা।
নতুন শিক্ষাক্রমে শিশুরা তাদের জ্ঞানের ভাণ্ডার পরিপূর্ণ করবে এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে এমন আশাবাদ ব্যাক্ত করেন জেলা প্রশাসক। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বখতিয়ার রহমানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলা স্কুপ/ প্রতিনিধি/এসকে