বাংলা স্কুপ, ১৭ সেপ্টেম্বর ২০২৪:
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননের আবার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ছয় বছর আগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে করা হয় জামিনের আবেদন।
উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত রাশেদ খান মেননকে আবার তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
জানা যায়, ২০১৮ সালের ১৫ ডিসেম্বর বেলা ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারে হামলা চালানো হয়। এতে মির্জা আব্বাসের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়া ইমাম হোসেনসহ অনেকে গুরুতর জখম হন। এ ঘটনায় গত ২৭ আগস্ট শাহবাগ থানায় মামলা রেকর্ড হয়। মামলায় সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে হুকুমের আসামি করা হয়।
সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গত ২২ আগস্ট গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় প্রথম দফায় পাঁচ দিনের এবং দ্বিতীয় দফায় ২৭ আগস্ট মেননের ছয় দিনের রিমান্ড হয়। সর্বমোট ১১ দিনের রিমান্ডে ছিলেন তিনি। (সূত্র : প্রথম আলো)
ডেস্ক/এসকে
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননের আবার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ছয় বছর আগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তাঁকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে করা হয় জামিনের আবেদন।
উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত রাশেদ খান মেননকে আবার তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।
জানা যায়, ২০১৮ সালের ১৫ ডিসেম্বর বেলা ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারে হামলা চালানো হয়। এতে মির্জা আব্বাসের পক্ষে নির্বাচনী প্রচারে অংশ নেওয়া ইমাম হোসেনসহ অনেকে গুরুতর জখম হন। এ ঘটনায় গত ২৭ আগস্ট শাহবাগ থানায় মামলা রেকর্ড হয়। মামলায় সাবেক সংসদ সদস্য রাশেদ খান মেননকে হুকুমের আসামি করা হয়।
সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গত ২২ আগস্ট গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় প্রথম দফায় পাঁচ দিনের এবং দ্বিতীয় দফায় ২৭ আগস্ট মেননের ছয় দিনের রিমান্ড হয়। সর্বমোট ১১ দিনের রিমান্ডে ছিলেন তিনি। (সূত্র : প্রথম আলো)
ডেস্ক/এসকে