প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে আগুনের তদন্ত চলমান থাকায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে। আলামত যেন নষ্ট না হয়, ক্রাইম সিন রক্ষায় এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার।
রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনায় গঠন করা কমিটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন আজ জমা দেবে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তিনদিনের সময় দেওয়া আছে প্রাথমিক রিপোর্ট দেওয়ার জন্য। কালকে কিছুটা জানতে পারব ঘটনাটি।
এদিকে অন্তর্বর্তীকালীন সরকার সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে আলাদা প্রেস কার্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কার্ড ইস্যু করবে। অতি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা হওয়ায় প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে এ সিদ্ধান্ত। সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে শনিবার এই সিদ্ধান্ত হয়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এএইচ/এসকে
রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
তিনি বলেন, সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনায় গঠন করা কমিটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন আজ জমা দেবে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তিনদিনের সময় দেওয়া আছে প্রাথমিক রিপোর্ট দেওয়ার জন্য। কালকে কিছুটা জানতে পারব ঘটনাটি।
এদিকে অন্তর্বর্তীকালীন সরকার সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে আলাদা প্রেস কার্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই কার্ড ইস্যু করবে। অতি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা হওয়ায় প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে এ সিদ্ধান্ত। সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে শনিবার এই সিদ্ধান্ত হয়।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এএইচ/এসকে