ওয়ানডে অভিষেকে স্মরণীয় এক ইনিংস খেলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার আমির জাঙ্গু। হোম সিরিজে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটা সেঞ্চুরিতে রাঙান। এবার সাদা পোশাকেও খেলার সুযোগ পাচ্ছেন তিনি। আগামী বছর পাকিস্তানে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডে ডাক পেয়েছেন এই ব্যাটার।
গত মাসে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে মাঠের বাইরে থাকা বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটি স্কোয়াডে ফিরেছেন। ইনজুরিতে ওয়ানডে সিরিজে সাইডলাইনে থাকা শামার জোসেফকে আরও অপেক্ষায় থাকতে হচ্ছে। ব্যক্তিগত কারণে নেই আলজারি জোসেফ।
জাঙ্গু ঘরোয়া চার দিনের ক্রিকেটে ভালো পারফর্ম করেই ডাক পেলেন টেস্ট স্কোয়াডে। ২০২৩-২৪ মৌসুমে পাঁচ ম্যাচ খেলে ৬৩.৫০ গড়ে দুটি সেঞ্চুরি ও একটি ফিফটিতে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর হয়ে সর্বোচ্চ ৫০০ রান করেন। তারপরই বাংলাদেশের বিপক্ষে তৃতীয় সর্বোচ্চ দলীয় রান তাড়া করে জয়ের নায়ক হন।
পাকিস্তান সফরের দলে আর কোনও পরিবর্তন সেভাবে নেই। ক্রেইগ ব্র্যাথওয়েট অধিনায়ক, উইকেটকিপার ব্যাটার জশুয়া ডা সিলভা তার ডেপুটি। মিকাইল লুইস, আলিক আথানেজ, কিসি কার্টি ও জাস্টিন গ্রিভস আছেন ব্যাটিং লাইনে। ফাস্ট বোলিং বিভাগের দায়িত্ব কেমার রোচের কাঁধে, তার সঙ্গী জেইডেন সিলস ও অ্যান্ডারসন ফিলিপ।
২০০৬ সালের নভেম্বরের পর পাকিস্তানে প্রথমবার টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। গত ১৮ বছরের মাঝে ২০১৬ সালের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে দুই দল টেস্ট সিরিজ খেলেছিল। ১৬ ও ২৫ জানুয়ারি করাচি ও মুলতানে হবে দুই টেস্টের এই সিরিজ।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জশুয়া ডা সিলভা (সহঅধিনায়ক), আলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, টেভিন ইমলাচ, আমির জাঙ্গু, মিকাইল লুইস, গুডাকেশ মোটি, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, কেভিন সিনক্লেয়ার, জেইডেন সিলস, জোমেল ওয়ারিকান।
বাংলা স্কুপ/ ডেস্ক/এনআইএন
গত মাসে বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে মাঠের বাইরে থাকা বাঁহাতি স্পিনার গুডাকেশ মোটি স্কোয়াডে ফিরেছেন। ইনজুরিতে ওয়ানডে সিরিজে সাইডলাইনে থাকা শামার জোসেফকে আরও অপেক্ষায় থাকতে হচ্ছে। ব্যক্তিগত কারণে নেই আলজারি জোসেফ।
জাঙ্গু ঘরোয়া চার দিনের ক্রিকেটে ভালো পারফর্ম করেই ডাক পেলেন টেস্ট স্কোয়াডে। ২০২৩-২৪ মৌসুমে পাঁচ ম্যাচ খেলে ৬৩.৫০ গড়ে দুটি সেঞ্চুরি ও একটি ফিফটিতে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর হয়ে সর্বোচ্চ ৫০০ রান করেন। তারপরই বাংলাদেশের বিপক্ষে তৃতীয় সর্বোচ্চ দলীয় রান তাড়া করে জয়ের নায়ক হন।
পাকিস্তান সফরের দলে আর কোনও পরিবর্তন সেভাবে নেই। ক্রেইগ ব্র্যাথওয়েট অধিনায়ক, উইকেটকিপার ব্যাটার জশুয়া ডা সিলভা তার ডেপুটি। মিকাইল লুইস, আলিক আথানেজ, কিসি কার্টি ও জাস্টিন গ্রিভস আছেন ব্যাটিং লাইনে। ফাস্ট বোলিং বিভাগের দায়িত্ব কেমার রোচের কাঁধে, তার সঙ্গী জেইডেন সিলস ও অ্যান্ডারসন ফিলিপ।
২০০৬ সালের নভেম্বরের পর পাকিস্তানে প্রথমবার টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। গত ১৮ বছরের মাঝে ২০১৬ সালের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে দুই দল টেস্ট সিরিজ খেলেছিল। ১৬ ও ২৫ জানুয়ারি করাচি ও মুলতানে হবে দুই টেস্টের এই সিরিজ।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জশুয়া ডা সিলভা (সহঅধিনায়ক), আলিক আথানেজ, কিসি কার্টি, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, টেভিন ইমলাচ, আমির জাঙ্গু, মিকাইল লুইস, গুডাকেশ মোটি, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, কেভিন সিনক্লেয়ার, জেইডেন সিলস, জোমেল ওয়ারিকান।
বাংলা স্কুপ/ ডেস্ক/এনআইএন