মহাখালী আন্তঃজেলা বাস ও আমিনবাজার ট্রাক টার্মিনাল ইজারা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)। সে লক্ষ্যে সম্ভাব্য ইজারা মূল্য নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠন করেছে সংস্থাটি।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান এই বিষয়ে একটি অফিস আদেশ জারি করে ৫ সদস্যের কমিটির অনুমোদন দিয়েছেন।
ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান জানান, এই কমিটি টার্মিনাল দুটির রাজস্ব আদায়ের খাত চিহ্নিতকরণ করবেন। পাশাপাশি সম্ভাব্য আদায়ের পরিমাণ ও ইজারা মূল্য নির্ধারণ করে মতামতসহ প্রতিবেদন দাখিল করতে হবে।
জানা গেছে, এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির পরিবহন শাখার মহাব্যবস্থাপককে এবং সদস্য সচিব করা হয়েছে সহকারী ব্যবস্থাপককে (বাস টার্মিনাল)। কমিটির বাকি সদস্যরা হলেন, ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক), ডিএনসিসি সম্পত্তি কর্মকর্তা এবং ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী (টিইসি)
বাংলা স্কুপ/ প্রতিবেদক/এসকে
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান এই বিষয়ে একটি অফিস আদেশ জারি করে ৫ সদস্যের কমিটির অনুমোদন দিয়েছেন।
ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান জানান, এই কমিটি টার্মিনাল দুটির রাজস্ব আদায়ের খাত চিহ্নিতকরণ করবেন। পাশাপাশি সম্ভাব্য আদায়ের পরিমাণ ও ইজারা মূল্য নির্ধারণ করে মতামতসহ প্রতিবেদন দাখিল করতে হবে।
জানা গেছে, এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির পরিবহন শাখার মহাব্যবস্থাপককে এবং সদস্য সচিব করা হয়েছে সহকারী ব্যবস্থাপককে (বাস টার্মিনাল)। কমিটির বাকি সদস্যরা হলেন, ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক), ডিএনসিসি সম্পত্তি কর্মকর্তা এবং ডিএনসিসির নির্বাহী প্রকৌশলী (টিইসি)
বাংলা স্কুপ/ প্রতিবেদক/এসকে