ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে (ডিপিডিসি) বছরের পর বছর একই জায়গায় চাকরি করা কর্মকর্তা-কর্মচারিদের বদলি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে আরো ১০জনকে বদলি করা হয়েছে।
এর আগে বুধবার ( ১৮ ডিসেম্বর) রাতে ১৬ জনকে বদলি করা হয়। এ নিয়ে মোট ২৬জনকে বদলি করা হলো। আগামীতে এ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানান ডিপিডিসি সূত্র।
জানা যায়, সম্প্রতি বাংলা স্কুপ কোন মধুতে' একই জায়গায় বছরের পর বছর! শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসে ডিপিডিসি কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় চলছে বদলির প্রক্রিয়া। যেটাকে সাধুবাদ জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা।
সূত্রমতে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে ডিপিডিসির ম্যানেজার (এইচ আর) শারমিন রহমান স্বাক্ষরিত (স্মারক নম্বর: ২৭.৮৭.০০০০.৪০৪.১৯.০০৩.২০.৩০৭৪) এক অফিস আদেশে নতুন করে আরো ১০জনকে বদলির কথা জানানো হয়েছে।
যাদেরকে বদলি করা হয়েছে: আব্দুল কাইয়ুম (পরিচিতি নম্বর: ২০৭৪৭) জুরাইন ডিভিশন থেকে নারায়ণগঞ্জ (পূর্ব) , সৈয়দা শাহানাজ বেগম (পরিচিতি নম্বর: ২০২৬৮) রাজারবাগ থেকে মতিঝিল, খোদেজা আক্তার (পরিচিতি নম্বর: ২০২৮৭) মতিঝিল থেকে রাজারবাগ , রবিউল হোসেন (পরিচিতি নম্বর: ২০৫০২) কাজলা থেকে বাংলা বাজার, হাবিবুর রহমান মোল্লা (পরিচিতি নম্বর: ২০৪৭৪) শেরেবাংলা নগর থেকে ধানমন্ডি, রেজাউল করিম (পরিচিতি নম্বর: ২০৩৮৬) রাজারবাগ থেকে তেজগাঁও, গোলাম মোস্তফা (পরিচিতি নম্বর: ২০৪৮৮) শীতলক্ষা থেকে পোস্তগোলা ,আফ্রিন নাহার (পরিচিতি নম্বর: ২০১৫৮) তেজগাঁও থেকে রাজারবাগ, নাজমুন নাহার (পরিচিতি নম্বর: ২০০১৫) ধানমন্ডি থেকে কামরাঙ্গীচর, ইয়াসমিন আক্তার (পরিচিতি নম্বর: ২০৩০৫) পোস্তগোলা থেকে কাজলা বদলি করা হয়েছে।
তাদেরকে আগামী বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পূর্বাহ্নের মধ্যে বদলিকৃত দপ্তরে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ঐদিনই অপরাহ্ন হতে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।
এর আগে বুধবার (১৮ ডিসেম্বর) রাতে ডিপিডিসির এমপ্লয়ী ম্যানেজমেন্ট শাখার ম্যানেজার (এইচ আর) শারমিন রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে (স্মারক নং-২৭.৮৭.০০০০.৪০৪.১৯.০০৩.২০.৩০৭২) ১৬জনকে বদলি করা হয়।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে
এর আগে বুধবার ( ১৮ ডিসেম্বর) রাতে ১৬ জনকে বদলি করা হয়। এ নিয়ে মোট ২৬জনকে বদলি করা হলো। আগামীতে এ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানান ডিপিডিসি সূত্র।
জানা যায়, সম্প্রতি বাংলা স্কুপ কোন মধুতে' একই জায়গায় বছরের পর বছর! শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসে ডিপিডিসি কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় চলছে বদলির প্রক্রিয়া। যেটাকে সাধুবাদ জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা।
সূত্রমতে, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে ডিপিডিসির ম্যানেজার (এইচ আর) শারমিন রহমান স্বাক্ষরিত (স্মারক নম্বর: ২৭.৮৭.০০০০.৪০৪.১৯.০০৩.২০.৩০৭৪) এক অফিস আদেশে নতুন করে আরো ১০জনকে বদলির কথা জানানো হয়েছে।
যাদেরকে বদলি করা হয়েছে: আব্দুল কাইয়ুম (পরিচিতি নম্বর: ২০৭৪৭) জুরাইন ডিভিশন থেকে নারায়ণগঞ্জ (পূর্ব) , সৈয়দা শাহানাজ বেগম (পরিচিতি নম্বর: ২০২৬৮) রাজারবাগ থেকে মতিঝিল, খোদেজা আক্তার (পরিচিতি নম্বর: ২০২৮৭) মতিঝিল থেকে রাজারবাগ , রবিউল হোসেন (পরিচিতি নম্বর: ২০৫০২) কাজলা থেকে বাংলা বাজার, হাবিবুর রহমান মোল্লা (পরিচিতি নম্বর: ২০৪৭৪) শেরেবাংলা নগর থেকে ধানমন্ডি, রেজাউল করিম (পরিচিতি নম্বর: ২০৩৮৬) রাজারবাগ থেকে তেজগাঁও, গোলাম মোস্তফা (পরিচিতি নম্বর: ২০৪৮৮) শীতলক্ষা থেকে পোস্তগোলা ,আফ্রিন নাহার (পরিচিতি নম্বর: ২০১৫৮) তেজগাঁও থেকে রাজারবাগ, নাজমুন নাহার (পরিচিতি নম্বর: ২০০১৫) ধানমন্ডি থেকে কামরাঙ্গীচর, ইয়াসমিন আক্তার (পরিচিতি নম্বর: ২০৩০৫) পোস্তগোলা থেকে কাজলা বদলি করা হয়েছে।
তাদেরকে আগামী বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পূর্বাহ্নের মধ্যে বদলিকৃত দপ্তরে যোগদান করতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ঐদিনই অপরাহ্ন হতে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।
এর আগে বুধবার (১৮ ডিসেম্বর) রাতে ডিপিডিসির এমপ্লয়ী ম্যানেজমেন্ট শাখার ম্যানেজার (এইচ আর) শারমিন রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে (স্মারক নং-২৭.৮৭.০০০০.৪০৪.১৯.০০৩.২০.৩০৭২) ১৬জনকে বদলি করা হয়।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে