বাংলা স্কুপ, ১৪ সেপ্টেম্বর ২০২৪:
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠেয় ওই নির্বাচনে অংশ নেবেন না সাবেক এই ফুটবলার। কিছুদিন আগেও নির্বাচন করবেন বলে জানালেও পারিবারিক কারণে সরে দাঁড়াচ্ছেন তিনি।
কাজী সালাউদ্দিন শনিবার (১৪ সেপ্টেম্বর) বাফুফে ভবনে নিজের এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, আমি চার মেয়াদে দায়িত্বে ছিলাম। সেজন্য নিজেকে খুব ভাগ্যবান মনে করি, যে এমন সুযোগ আমার জীবনে এসেছে। এখন বাফুফের যে নির্বাচন আসছে, ২৬ অক্টেবরে; আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না। এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এটা জানানোর জন্য এসেছি।
টানা ৪ বার বাফুফে সভাপতি হিসেবে নির্বাচিত হন কাজী সালাউদ্দিন। ২০০৮ সালে প্রথমবারের মতো বাফুফে সভাপতি নির্বাচিত হন। এরপর টানা ১৬ বছর ধরে দায়িত্ব পালন করছেন, ছিলেন দক্ষিণ এশীয় ফুটবল সংস্থার (সাফ) সভাপতিও। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দেড় মাস পর এই প্রথম বাফুফে ভবনে আসলেন তিনি।
ডেস্ক/এসকে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠেয় ওই নির্বাচনে অংশ নেবেন না সাবেক এই ফুটবলার। কিছুদিন আগেও নির্বাচন করবেন বলে জানালেও পারিবারিক কারণে সরে দাঁড়াচ্ছেন তিনি।
কাজী সালাউদ্দিন শনিবার (১৪ সেপ্টেম্বর) বাফুফে ভবনে নিজের এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, আমি চার মেয়াদে দায়িত্বে ছিলাম। সেজন্য নিজেকে খুব ভাগ্যবান মনে করি, যে এমন সুযোগ আমার জীবনে এসেছে। এখন বাফুফের যে নির্বাচন আসছে, ২৬ অক্টেবরে; আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না। এটা আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এটা জানানোর জন্য এসেছি।
টানা ৪ বার বাফুফে সভাপতি হিসেবে নির্বাচিত হন কাজী সালাউদ্দিন। ২০০৮ সালে প্রথমবারের মতো বাফুফে সভাপতি নির্বাচিত হন। এরপর টানা ১৬ বছর ধরে দায়িত্ব পালন করছেন, ছিলেন দক্ষিণ এশীয় ফুটবল সংস্থার (সাফ) সভাপতিও। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দেড় মাস পর এই প্রথম বাফুফে ভবনে আসলেন তিনি।
ডেস্ক/এসকে