খুলনায় আবারও দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

আপলোড সময় : ১৯-১২-২০২৪ ১২:২৩:২১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১২-২০২৪ ০৪:২৯:৩৩ অপরাহ্ন
খুলনায় আবারও দুর্বৃত্তদের গুলিতে মো. সোহেল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে নগরীর হাজী মুহাসীন রোডে এ ঘটনা ঘটে।

সোহেল সাতক্ষীরার আমুলিয়া রাজাপুরের বাসিন্দা খালেক কারিগরের ছেলে। জেলায় গত তিন মাসে সন্ত্রাসীদের হামলায় ৯ জনের মৃত্যু হয়েছে। এদের গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ছাড়া গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন আরও অন্তত ছয়জন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে খুলনার মহানগরীর বাবুখান রোড দ্বিতীয় গলির বাসিন্দা রংমিস্ত্রি মো. সোহেলকে দুর্বৃত্তরা গুলি করে। পিঠের ডান পাশে গুলি লেগে পেটের বাঁ পাশ দিয়ে বের হয়ে যায়। দুর্বৃত্তরা পালিয়ে গেলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিটি মেডিকেলে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, রাতে নগরীর হাজী মহসীন রোডে গুলিবিদ্ধ হন মো. সোহেল নামে এক রংমিস্ত্রি। তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে তদন্ত চলছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/ এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :