অবশেষে টনক নড়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) লিমিটেড কর্তৃপক্ষের। বছরের পর বছর একই জায়গায় চাকরি করা ১৬ জন অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটরকে বদলি করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) রাতে ডিপিডিসির এমপ্লয়ী ম্যানেজমেন্ট শাখার ম্যানেজার (এইচ আর) শারমিন রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে (স্মারক নং-২৭.৮৭.০০০০.৪০৪.১৯.০০৩.২০.৩০৭২) তাঁদের বদলি করা হয়। বাংলা স্কুপ কোন 'মধুতে' একই জায়গায় বছরের পর বছর! শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর এই সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।
ডিপিডিসির ৩৬টি ডিভিশনের (কাস্টমার ডেস্ক) অন্তত বিশটিতেই বিভিন্ন স্তরের শতাধিক কর্মচারী রয়েছেন, যাঁরা একই জায়গায় একই পদে কমপক্ষে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত কর্মরত- প্রতিবেদনটিতে এমন তথ্য তুলে ধরেছিল বাংলা স্কুপ। এদের মধ্য থেকে ১৬জনকে বুধবার বদলি করা হলো।
অফিস আদেশ থেকে জানা যায়, মোহাম্মদ সোলাইমানকে (পরিচিতি নম্বর ২০৭০২) নারায়ণগঞ্জ (পূর্ব) ডিভিশন থেকে শীতলক্ষ্যা ডিভিশনে, শিল্পী আকতারকে (পরিচিতি নম্বর: ২০৭২৭) সিদ্ধিরগঞ্জ ডিভিশন থেকে মাতুয়াইল ডিভিশনে, মোহাম্মদ মিজানুর রহমানকে (পরিচিতি নম্বর: ২০৭৪২) ফতুল্লা ডিভিশন থেকে জুরাইন ডিভিশনে, মোঃ শাহীন ইসলামকে (পরিচিতি নম্বর: ২০৫৫৭) খিলগাঁও ডিভিশন থেকে মগবাজার ডিভিশনে, নুরুন্নাহার রিতাকে (পরিচিতি নম্বর: ২০৭৫৭) শ্যামপুর ডিভিশন থেকে সিদ্ধিরগঞ্জ ডিভিশনে, রোকেয়া সুলতানাকে (পরিচিতি নম্বর: ২০৫৯৬) ধানমন্ডি ডিভিশন থেকে তেজগাঁও ডিভিশনে, সুফিয়া রশিদকে (পরিচিতি নম্বর: ১৫৭১৬) শ্যামলী ডিভিশন থেকে শেরেবাংলা নগর ডিভিশনে এবং মোহাম্মেদ আল মামুনকে (পরিচিতি নম্বর: ২০৫৩৬) কামরাঙ্গীর চর ডিভিশন থেকে শ্যামলী ডিভিশনে বদলি করা হয়।
এছাড়া মো. আলমগীর হোসেনকে (পরিচিতি নম্বর: ১৫৩৯০) নারায়ণগঞ্জ (পশ্চিম) ডিভিশন থেকে ফতুল্লা ডিভিশনে, সুফিয়া খাতুনকে (পরিচিতি নম্বর: ১৫৭৫৬) তেজগাঁও ডিভিশন থেকে ধানমন্ডি ডিভিশনে, খন্দকার মোঃ আওলাদ হোসেনকে (পরিচিতি নম্বর: ২০১৭২) মাতুয়াইল ডিভিশন থেকে কাজলা ডিভিশনে, মো. আলাউদ্দিনকে (পরিচিতি নম্বর: ২০৬০২) ঝিগাতলা ডিভিশন থেকে শ্যামলী ডিভিশনে, বরুণ কান্তি দে রায়কে (পরিচিতি নম্বর: ২০১৮৫) বাংলাবাজার ডিভিশন থেকে বংশাল ডিভিশনে, ফাতেমা বেগমকে (পরিচিতি নম্বর: ১৪১১৯) মগবাজার ডিভিশন থেকে খিলগাঁও ডিভিশনে, মো. গোলাম মহিউদ্দিনকে (পরিচিতি নম্বর: ২০০৩৬) কাজলা ডিভিশন থেকে নারায়ণগঞ্জ (পশ্চিম) ডিভিশনে, মো. ফেরদৌস আলমকে (পরিচিতি নম্বর: ২০৬২২) শ্যামলী ডিভিশন থেকে ঝিগাতলা ডিভিশনে বদলি করা হয়েছে।
তাঁদের আগামী সোমবারের (২৩ ডিসেম্বর) মধ্যে বদলিকৃত দপ্তরে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) থেকে তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (stand released) বলে গণ্য করা হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
বুধবার (১৮ ডিসেম্বর) রাতে ডিপিডিসির এমপ্লয়ী ম্যানেজমেন্ট শাখার ম্যানেজার (এইচ আর) শারমিন রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে (স্মারক নং-২৭.৮৭.০০০০.৪০৪.১৯.০০৩.২০.৩০৭২) তাঁদের বদলি করা হয়। বাংলা স্কুপ কোন 'মধুতে' একই জায়গায় বছরের পর বছর! শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর এই সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।
ডিপিডিসির ৩৬টি ডিভিশনের (কাস্টমার ডেস্ক) অন্তত বিশটিতেই বিভিন্ন স্তরের শতাধিক কর্মচারী রয়েছেন, যাঁরা একই জায়গায় একই পদে কমপক্ষে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত কর্মরত- প্রতিবেদনটিতে এমন তথ্য তুলে ধরেছিল বাংলা স্কুপ। এদের মধ্য থেকে ১৬জনকে বুধবার বদলি করা হলো।
অফিস আদেশ থেকে জানা যায়, মোহাম্মদ সোলাইমানকে (পরিচিতি নম্বর ২০৭০২) নারায়ণগঞ্জ (পূর্ব) ডিভিশন থেকে শীতলক্ষ্যা ডিভিশনে, শিল্পী আকতারকে (পরিচিতি নম্বর: ২০৭২৭) সিদ্ধিরগঞ্জ ডিভিশন থেকে মাতুয়াইল ডিভিশনে, মোহাম্মদ মিজানুর রহমানকে (পরিচিতি নম্বর: ২০৭৪২) ফতুল্লা ডিভিশন থেকে জুরাইন ডিভিশনে, মোঃ শাহীন ইসলামকে (পরিচিতি নম্বর: ২০৫৫৭) খিলগাঁও ডিভিশন থেকে মগবাজার ডিভিশনে, নুরুন্নাহার রিতাকে (পরিচিতি নম্বর: ২০৭৫৭) শ্যামপুর ডিভিশন থেকে সিদ্ধিরগঞ্জ ডিভিশনে, রোকেয়া সুলতানাকে (পরিচিতি নম্বর: ২০৫৯৬) ধানমন্ডি ডিভিশন থেকে তেজগাঁও ডিভিশনে, সুফিয়া রশিদকে (পরিচিতি নম্বর: ১৫৭১৬) শ্যামলী ডিভিশন থেকে শেরেবাংলা নগর ডিভিশনে এবং মোহাম্মেদ আল মামুনকে (পরিচিতি নম্বর: ২০৫৩৬) কামরাঙ্গীর চর ডিভিশন থেকে শ্যামলী ডিভিশনে বদলি করা হয়।
এছাড়া মো. আলমগীর হোসেনকে (পরিচিতি নম্বর: ১৫৩৯০) নারায়ণগঞ্জ (পশ্চিম) ডিভিশন থেকে ফতুল্লা ডিভিশনে, সুফিয়া খাতুনকে (পরিচিতি নম্বর: ১৫৭৫৬) তেজগাঁও ডিভিশন থেকে ধানমন্ডি ডিভিশনে, খন্দকার মোঃ আওলাদ হোসেনকে (পরিচিতি নম্বর: ২০১৭২) মাতুয়াইল ডিভিশন থেকে কাজলা ডিভিশনে, মো. আলাউদ্দিনকে (পরিচিতি নম্বর: ২০৬০২) ঝিগাতলা ডিভিশন থেকে শ্যামলী ডিভিশনে, বরুণ কান্তি দে রায়কে (পরিচিতি নম্বর: ২০১৮৫) বাংলাবাজার ডিভিশন থেকে বংশাল ডিভিশনে, ফাতেমা বেগমকে (পরিচিতি নম্বর: ১৪১১৯) মগবাজার ডিভিশন থেকে খিলগাঁও ডিভিশনে, মো. গোলাম মহিউদ্দিনকে (পরিচিতি নম্বর: ২০০৩৬) কাজলা ডিভিশন থেকে নারায়ণগঞ্জ (পশ্চিম) ডিভিশনে, মো. ফেরদৌস আলমকে (পরিচিতি নম্বর: ২০৬২২) শ্যামলী ডিভিশন থেকে ঝিগাতলা ডিভিশনে বদলি করা হয়েছে।
তাঁদের আগামী সোমবারের (২৩ ডিসেম্বর) মধ্যে বদলিকৃত দপ্তরে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) থেকে তাদের বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (stand released) বলে গণ্য করা হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে