ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।
তিনি বলেন, জিয়াউল আহসান ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশন এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
অভিযোগ অনুসন্ধানে আজকের মধ্যেই তিন সদস্যের অনুসন্ধানী টিম গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
এছাড়াও দুদক মহাপরিচালক আরও জানান, অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক এমপি এনামুর রহমান দুর্জয় ও সাবেক এমপি নিজাম হাজারীর বিরুদ্ধেও মামলা করেছে দুদক।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এসকে
বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।
তিনি বলেন, জিয়াউল আহসান ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশন এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
অভিযোগ অনুসন্ধানে আজকের মধ্যেই তিন সদস্যের অনুসন্ধানী টিম গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
এছাড়াও দুদক মহাপরিচালক আরও জানান, অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক এমপি এনামুর রহমান দুর্জয় ও সাবেক এমপি নিজাম হাজারীর বিরুদ্ধেও মামলা করেছে দুদক।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এসকে