সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে মুক্তি পেতে সৌদিপ্রবাসীদের সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস। অনলাইনের যেকোনো প্রচারণা থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে তাদের সতর্ক করা হয়েছে। এ সময় কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করতে সৌদিপ্রবাসীদের আহ্বান জানিয়েছে দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা গেছে যে কিছু ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট, জন্মনিবন্ধন ও বিভিন্ন সার্টিফিকেটের জন্য ফরম পূরণ, বাংলাদেশ দূতাবাস রোমের অ্যাপয়েন্টমেন্ট গ্রহণসহ বিভিন্ন সার্ভিসে সহযোগিতা করা হবে মর্মে চটকদার বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।
এসব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গে দূতাবাসের ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই। অনলাইনে এমন বিজ্ঞাপনে বিশ্বাস করে কোনো প্রকার লেনদেন না করার অনুরোধ করা হলো।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এসকে
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে তাদের সতর্ক করা হয়েছে। এ সময় কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন না করতে সৌদিপ্রবাসীদের আহ্বান জানিয়েছে দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা গেছে যে কিছু ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট, জন্মনিবন্ধন ও বিভিন্ন সার্টিফিকেটের জন্য ফরম পূরণ, বাংলাদেশ দূতাবাস রোমের অ্যাপয়েন্টমেন্ট গ্রহণসহ বিভিন্ন সার্ভিসে সহযোগিতা করা হবে মর্মে চটকদার বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।
এসব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গে দূতাবাসের ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই। অনলাইনে এমন বিজ্ঞাপনে বিশ্বাস করে কোনো প্রকার লেনদেন না করার অনুরোধ করা হলো।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এসকে