ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) লিমিটেডের পোস্তগোলা ডিভিশনের উপ-সহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন হাওলাদারের অবশেষে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।
গত ৮ ডিসেম্বর সংস্থাটির এমপ্লয়ী রিলেশনস এন্ড ডিসিপ্লিন (এইচ আর) ডেপুটি জেনারেল ম্যানেজার নূর কামরুন নাহার স্বাক্ষরিত এক অফিস আদেশ (স্মারক নম্বর: ২৭.৮৭.০০০০.৪০৫.২৭.০২৩.২০.৬১৪) থেকে এ তথ্য জানা গেছে।
বাংলা স্কুপে গত ২৭ সেপ্টেম্বর প্রকাশিত অনিয়ম-দুর্নীতিতে অপ্রতিরোধ্য দুই প্রকৌশলী! শীর্ষক প্রতিবেদনে শাহাদাত হোসেন হাওলাদারের ব্যাপক অনিয়মের তথ্য তুলে ধরা হয়। এর জেরে গত ৬ অক্টোবর ডিপিডিসি কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে। কমিটির দেয়া প্রতিবেদনের পর শাহদাতের বিরুদ্ধে ব্যবস্থা নিল কর্তৃপক্ষ।
অফিস আদেশে বলা হয়, শাহাদাত হোসেন হাওলাদারের বিরুদ্ধে আনীত অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তাঁর দুটি বার্ষিক বেতন বৃদ্ধি স্থায়ীভাবে স্থগিতের শাস্তি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। DHAKA POWER DISTRIBUTION COMPANY LIMITED (EMPLOYEES) SERVICE RULES, 2017 এর 7.7 এর আওতায় 7.4 বিধি অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।
শাহাদাত হোসেন আওয়ামী প্রকৌশলীদের আরেক সংগঠন ডিপিডিসির ডিপ্লোমা প্রকৌশল সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। এই রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তিনি ব্যাপক অনিয়ম-দুর্নীতি করে বিপুল বিত্তের মালিক হয়েছেন। বাংলা স্কুপে তাঁর ১৬ বছরের দুর্নীতির খতিয়ান নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন আসছে।
বাংলা স্কুপ/ বিশেষ প্রতিবেদক/ এসকে
গত ৮ ডিসেম্বর সংস্থাটির এমপ্লয়ী রিলেশনস এন্ড ডিসিপ্লিন (এইচ আর) ডেপুটি জেনারেল ম্যানেজার নূর কামরুন নাহার স্বাক্ষরিত এক অফিস আদেশ (স্মারক নম্বর: ২৭.৮৭.০০০০.৪০৫.২৭.০২৩.২০.৬১৪) থেকে এ তথ্য জানা গেছে।
বাংলা স্কুপে গত ২৭ সেপ্টেম্বর প্রকাশিত অনিয়ম-দুর্নীতিতে অপ্রতিরোধ্য দুই প্রকৌশলী! শীর্ষক প্রতিবেদনে শাহাদাত হোসেন হাওলাদারের ব্যাপক অনিয়মের তথ্য তুলে ধরা হয়। এর জেরে গত ৬ অক্টোবর ডিপিডিসি কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে। কমিটির দেয়া প্রতিবেদনের পর শাহদাতের বিরুদ্ধে ব্যবস্থা নিল কর্তৃপক্ষ।
অফিস আদেশে বলা হয়, শাহাদাত হোসেন হাওলাদারের বিরুদ্ধে আনীত অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তাঁর দুটি বার্ষিক বেতন বৃদ্ধি স্থায়ীভাবে স্থগিতের শাস্তি প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। DHAKA POWER DISTRIBUTION COMPANY LIMITED (EMPLOYEES) SERVICE RULES, 2017 এর 7.7 এর আওতায় 7.4 বিধি অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।
শাহাদাত হোসেন আওয়ামী প্রকৌশলীদের আরেক সংগঠন ডিপিডিসির ডিপ্লোমা প্রকৌশল সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। এই রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তিনি ব্যাপক অনিয়ম-দুর্নীতি করে বিপুল বিত্তের মালিক হয়েছেন। বাংলা স্কুপে তাঁর ১৬ বছরের দুর্নীতির খতিয়ান নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন আসছে।
বাংলা স্কুপ/ বিশেষ প্রতিবেদক/ এসকে