বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিডিআর হত্যাকাণ্ড দিয়ে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হয়ে ওঠার যাত্রা শুরু হয়েছিল। রোববার (১৫ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে লিখেছেন, বিডিআর হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে গড়িমসিকে আমি সন্দেহের চোখে দেখি।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনী-বিডিআরের সদর দফতরে বিদ্রোহের ঘটনা ঘটে। এতে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এর মধ্যে তৎকালীন বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদকেও হত্যা করা হয়। সেই ঘটনার পর সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের নাম বদলে যায়। পরিবর্তন আসে পোশাকেও। এ বাহিনীর নাম বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে