কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হাওলাদারের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি, ছাত্র আন্দোলনে স্বৈরাচার হাসিনা সরকারের সহযোগী হিসেবে কাজ করা এবং বিএনপি নেতাদের বিরুদ্ধে ফেইসবুকে কুরুচিপূর্ণ লেখার অভিযোগ এনে এর প্রতিবাদে কুয়াকাটা পৌর বিএনপির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে কুয়াকাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গরিব অসহায় মানুষের সর্বস্ব কেড়ে নেয়া, কুয়াকাটায় লুটপাট দখল ও সালিশ বাণিজ্য করা। পৌরসভার ইজারার নামে ডিম, ডাব, গোস্ত, কাঁচা বাজার থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ। উন্নয়নের নামে টেন্ডার বাণিজ্য করা হয়েছে। এমনকি স্বৈরাচার হাসিনা সরকারের দোসর আনোয়ার গত ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পূর্বে খুনিদের স্বপক্ষে ছাত্র-জনতার বিপক্ষে রাজপথে সশস্ত্র মহড়া দেয়। ২৪ এর আন্দোলনকে নস্যাৎ করার জন্য বিভিন্ন উষ্কানিমূলক বক্তব্য রাখেন। এমনকি ছাত্র জনতার পক্ষে ফেইসবুকে স্টাটাস দেয়া সাধারণ জনগণকে মারধর ও দোকান লুটপাট ও ভাঙচুর করেন। যার প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে। তার এই অপকর্ম ধামাচাপা দিতে এবং সাধারণ মানুষের সহানুভূতি আদায় করতে নানা কৌশল অবলম্বন করছেন। বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে, দালাল ও ভূমিদস্যু আনোয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে কুয়াকাটা পৌর বিএনপি ও বিএনপির নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন।
মতিউর রহমান সাবেক মেয়রের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং আনোয়ার হাওলাদারকে আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন।
এ বিষয় কুয়াকাটার সাবেক মেয়র আনোয়ার হাওলাদার বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এর কোন সত্যতা নেই। এগুলো সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত ও প্রতিহিংসা। আমি কুয়াকাটা পৌরসভায় জনগণের ভোটে নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি মানুষের সাথে কোন অন্যায় করিনি।’
তিনি আরও বলেন, আমাকে অন্যায়ভাবে মামলা দিয়ে হয়রাণি করা হচ্ছে। ২০১৭ সালের একটি ঘটনাকে কেন্দ্র করে একটি মামলায় আমাকে আসামি করা হয়। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত ব্যক্ত করেছি।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গরিব অসহায় মানুষের সর্বস্ব কেড়ে নেয়া, কুয়াকাটায় লুটপাট দখল ও সালিশ বাণিজ্য করা। পৌরসভার ইজারার নামে ডিম, ডাব, গোস্ত, কাঁচা বাজার থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ। উন্নয়নের নামে টেন্ডার বাণিজ্য করা হয়েছে। এমনকি স্বৈরাচার হাসিনা সরকারের দোসর আনোয়ার গত ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পূর্বে খুনিদের স্বপক্ষে ছাত্র-জনতার বিপক্ষে রাজপথে সশস্ত্র মহড়া দেয়। ২৪ এর আন্দোলনকে নস্যাৎ করার জন্য বিভিন্ন উষ্কানিমূলক বক্তব্য রাখেন। এমনকি ছাত্র জনতার পক্ষে ফেইসবুকে স্টাটাস দেয়া সাধারণ জনগণকে মারধর ও দোকান লুটপাট ও ভাঙচুর করেন। যার প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছে। তার এই অপকর্ম ধামাচাপা দিতে এবং সাধারণ মানুষের সহানুভূতি আদায় করতে নানা কৌশল অবলম্বন করছেন। বিএনপির ভাবমূর্তি নষ্ট করতে, দালাল ও ভূমিদস্যু আনোয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে কুয়াকাটা পৌর বিএনপি ও বিএনপির নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন।
মতিউর রহমান সাবেক মেয়রের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং আনোয়ার হাওলাদারকে আইনের আওতায় এনে শাস্তি দাবি করেন।
এ বিষয় কুয়াকাটার সাবেক মেয়র আনোয়ার হাওলাদার বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এর কোন সত্যতা নেই। এগুলো সম্পূর্ণ রাজনৈতিক চক্রান্ত ও প্রতিহিংসা। আমি কুয়াকাটা পৌরসভায় জনগণের ভোটে নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি মানুষের সাথে কোন অন্যায় করিনি।’
তিনি আরও বলেন, আমাকে অন্যায়ভাবে মামলা দিয়ে হয়রাণি করা হচ্ছে। ২০১৭ সালের একটি ঘটনাকে কেন্দ্র করে একটি মামলায় আমাকে আসামি করা হয়। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত ব্যক্ত করেছি।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে