অবশেষে ঝিনাইদহের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কন্যা ফিরদৌস মুমতারিন ডোরিন কলকাতায় গিয়ে ডিএনএ নমুনা দিয়েছেন।
তদন্তকারীরা জানিয়েছেন, আনার কন্যার ডিএনএ নমুনা সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ডিএনএ নমুনা এবং দেহাংশ মিলে গেলে অপরাধের জোরালো প্রমাণ হাতে আসবে।
আট মাস আগে কলকাতার নিউটাউনের একটি অভিজাত আবাসনের ফ্ল্যাটে খুন হন আনোয়ারুল আজিম। নিহতের পরিচয় নিশ্চিত করতে তার দেহাংশের সঙ্গে ডিএনএ ম্যাচিংয়ের জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিল সিআইডি। নানা কারণে তারা সেখানে যেতে পারেননি। ফলে তদন্তের কাজ আটকে ছিল।
পশ্চিমবঙ্গ সিআইডি সূত্র জানায়, উদ্ধার হওয়া দেহাংশ যে সংসদ সদস্যেরই তা নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা জরুরি ছিল।
গত ১২ মে চিকিৎসা করাতে কলকাতায় এসেছিলেন ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম। ১৩ মে চিকিৎসার নাম করে বরাহনগরের আবাসস্থল থেকে বেরেনোর পর নিখোঁজ ছিলেন। নিখোঁজের মামলাও করা হয়েছিল।
তদন্তে নেমে রাজ্য পুলিশের এসটিএফ এবং বরাহনগর থানা জানতে পারে, নিউটাউনের একটি আবাসনে নিয়ে গিয়ে তাকে খুন করেছে কয়েকজন বাংলাদেশি।
সেই মামলায় সিআইডি জিহাদ হাওলাদার এবং মুহম্মদ সিয়ামকে গ্রেফতার করে। বাংলাদেশ পুলিশ গ্রেফতার করে শিমূল ভুঁইয়া, শেলাস্তি রহমান, ফয়জল এবং মুস্তাফিজুর নামে চার অভিযুক্তকে। তবে ঘটনার মূল চক্রান্তকারী নিহতের বাল্যবন্ধু আখতারুজ্জামান শাহিন ফেরারি।
কলকাতায় আটকদের জিজ্ঞাসাবাদ করে সংসদ সদস্যের দেহাংশ আবাসনের সেপটিক ট্যাংকে ও হাড়গোড় কাছাকাছি একটি খাল থেকে উদ্ধার করেছিল।
জানা গেছে, নৃশংসভাবে খুন করার কাহিনী। সিআইডি ইতোমধ্যেই জিহাদ এবং সিয়ামের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে। তবে তিন মাস আগে বারাসত আদালতে চার্জশিট জমা দেওয়া হলেও এখনো চার্জ গঠন হয়নি।
সিআইডির সূত্রে বলা হয়েছে, শিগগিরই চার্জ গঠন করে বিচারের প্রক্রিয়া শুরু করা যাবে।
বাংলাস্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
তদন্তকারীরা জানিয়েছেন, আনার কন্যার ডিএনএ নমুনা সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। ডিএনএ নমুনা এবং দেহাংশ মিলে গেলে অপরাধের জোরালো প্রমাণ হাতে আসবে।
আট মাস আগে কলকাতার নিউটাউনের একটি অভিজাত আবাসনের ফ্ল্যাটে খুন হন আনোয়ারুল আজিম। নিহতের পরিচয় নিশ্চিত করতে তার দেহাংশের সঙ্গে ডিএনএ ম্যাচিংয়ের জন্য পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিল সিআইডি। নানা কারণে তারা সেখানে যেতে পারেননি। ফলে তদন্তের কাজ আটকে ছিল।
পশ্চিমবঙ্গ সিআইডি সূত্র জানায়, উদ্ধার হওয়া দেহাংশ যে সংসদ সদস্যেরই তা নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা জরুরি ছিল।
গত ১২ মে চিকিৎসা করাতে কলকাতায় এসেছিলেন ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম। ১৩ মে চিকিৎসার নাম করে বরাহনগরের আবাসস্থল থেকে বেরেনোর পর নিখোঁজ ছিলেন। নিখোঁজের মামলাও করা হয়েছিল।
তদন্তে নেমে রাজ্য পুলিশের এসটিএফ এবং বরাহনগর থানা জানতে পারে, নিউটাউনের একটি আবাসনে নিয়ে গিয়ে তাকে খুন করেছে কয়েকজন বাংলাদেশি।
সেই মামলায় সিআইডি জিহাদ হাওলাদার এবং মুহম্মদ সিয়ামকে গ্রেফতার করে। বাংলাদেশ পুলিশ গ্রেফতার করে শিমূল ভুঁইয়া, শেলাস্তি রহমান, ফয়জল এবং মুস্তাফিজুর নামে চার অভিযুক্তকে। তবে ঘটনার মূল চক্রান্তকারী নিহতের বাল্যবন্ধু আখতারুজ্জামান শাহিন ফেরারি।
কলকাতায় আটকদের জিজ্ঞাসাবাদ করে সংসদ সদস্যের দেহাংশ আবাসনের সেপটিক ট্যাংকে ও হাড়গোড় কাছাকাছি একটি খাল থেকে উদ্ধার করেছিল।
জানা গেছে, নৃশংসভাবে খুন করার কাহিনী। সিআইডি ইতোমধ্যেই জিহাদ এবং সিয়ামের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে। তবে তিন মাস আগে বারাসত আদালতে চার্জশিট জমা দেওয়া হলেও এখনো চার্জ গঠন হয়নি।
সিআইডির সূত্রে বলা হয়েছে, শিগগিরই চার্জ গঠন করে বিচারের প্রক্রিয়া শুরু করা যাবে।
বাংলাস্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে