বাংলা স্কুপ, ১১ সেপ্টেম্বর ২০২৪:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করলেন খালেদ মাহমুদ সুজন।
বুধবার সকাল ১১টার দিকে বিসিবির একটি হোয়াটস অ্যাপ গ্রুপে নিজেই পদত্যাগের বিষয়টি জানান সুজন। এরপর থেকে তাঁর ফোন বন্ধ রয়েছে।
বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান, ক্রিকেট অপারেশন্স কমিটির সহ-সভাপতি ছাড়াও বিসিবির গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্বে ছিলেন সুজন। ২০১৩ সালে নির্বাচিত হওয়ার পর থেকে নাজমুল হাসান পাপনের বোর্ডের প্রভাবশালী পরিচালক ছিলেন সাবেক এই অধিনায়ক।
খালেদ মাহমুদ সুজন ২০০৬ সালে ক্রিকেট থেকে অবসর নেন। তবে ক্রিকেটের সঙ্গেই ছিলেন তিনি। কিছুদিন পরই নেমে পড়েন কোচিংয়ে। জাতীয় দলের সহকারী ও হেড কোচের দায়িত্বও পালন করেছেন তিনি।
ডেস্ক/এসকে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করলেন খালেদ মাহমুদ সুজন।
বুধবার সকাল ১১টার দিকে বিসিবির একটি হোয়াটস অ্যাপ গ্রুপে নিজেই পদত্যাগের বিষয়টি জানান সুজন। এরপর থেকে তাঁর ফোন বন্ধ রয়েছে।
বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান, ক্রিকেট অপারেশন্স কমিটির সহ-সভাপতি ছাড়াও বিসিবির গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্বে ছিলেন সুজন। ২০১৩ সালে নির্বাচিত হওয়ার পর থেকে নাজমুল হাসান পাপনের বোর্ডের প্রভাবশালী পরিচালক ছিলেন সাবেক এই অধিনায়ক।
খালেদ মাহমুদ সুজন ২০০৬ সালে ক্রিকেট থেকে অবসর নেন। তবে ক্রিকেটের সঙ্গেই ছিলেন তিনি। কিছুদিন পরই নেমে পড়েন কোচিংয়ে। জাতীয় দলের সহকারী ও হেড কোচের দায়িত্বও পালন করেছেন তিনি।
ডেস্ক/এসকে