থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি মাদকের আসর থেকে ১২০ জনের বেশি মানুষকে অন্তর্বাস পরা অবস্থায় আটক করেছে পুলিশ। সোমবার (৯ ডিসেম্বর) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে কর্মকর্তারা।
পুলিশ কর্মকর্তা পনসা আমারাপিতাক জানান, রোববার (৮ ডিসেম্বর) সকালে একটি হোটেল কক্ষে মাদকের পার্টি চলছে খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় বেশিরভাগ পুরুষকে হাতে হ্যান্ডকাফ পরিয়ে অন্তর্বাস পরা অবস্থায় আটক করা হয় এবং মাদকের জন্য তাদের তল্লাশি করা হয়।
অভিযানে ৩১ জনের কাছে অবৈধ মাদক পাওয়া যায়। এতে ক্রিস্টাল মেথ, এক্সট্যাসি ও কেটামিনের মতো মাদক ছিল বলে জানান পনসা। আটকদের মাদক পরীক্ষা করা হলে ৬৬ জনের দেহে মাদকের উপস্থিতি শনাক্ত হয়। তবে আটকদের মধ্যে মাত্র দুজন নারী ও পাঁচজন বিদেশি নাগরিক ছিলেন।
মাদক রাখার অভিযোগে অভিযুক্তদের আরও জিজ্ঞাসাবাদের জন্য ৪৮ ঘণ্টার বেশি আটক রাখতে আদালতের অনুমতি চাওয়া হয়েছে। অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
দক্ষিণপূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ মাদক চোরাচালান রুট হিসেবে পরিচিত থাইল্যান্ডে মাদকবিরোধী অভিযান এবং কঠোর পদক্ষেপ প্রায়শই দেখা যায়। দেশটিতে কঠোর মাদকবিরোধী আইনের অধীনে এক্সট্যাসি ও কেটামিনের মতো ক্যাটাগরি ওয়ান মাদকদ্রব্য বহনের শাস্তি ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
বাংলাস্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
পুলিশ কর্মকর্তা পনসা আমারাপিতাক জানান, রোববার (৮ ডিসেম্বর) সকালে একটি হোটেল কক্ষে মাদকের পার্টি চলছে খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানের সময় বেশিরভাগ পুরুষকে হাতে হ্যান্ডকাফ পরিয়ে অন্তর্বাস পরা অবস্থায় আটক করা হয় এবং মাদকের জন্য তাদের তল্লাশি করা হয়।
অভিযানে ৩১ জনের কাছে অবৈধ মাদক পাওয়া যায়। এতে ক্রিস্টাল মেথ, এক্সট্যাসি ও কেটামিনের মতো মাদক ছিল বলে জানান পনসা। আটকদের মাদক পরীক্ষা করা হলে ৬৬ জনের দেহে মাদকের উপস্থিতি শনাক্ত হয়। তবে আটকদের মধ্যে মাত্র দুজন নারী ও পাঁচজন বিদেশি নাগরিক ছিলেন।
মাদক রাখার অভিযোগে অভিযুক্তদের আরও জিজ্ঞাসাবাদের জন্য ৪৮ ঘণ্টার বেশি আটক রাখতে আদালতের অনুমতি চাওয়া হয়েছে। অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
দক্ষিণপূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ মাদক চোরাচালান রুট হিসেবে পরিচিত থাইল্যান্ডে মাদকবিরোধী অভিযান এবং কঠোর পদক্ষেপ প্রায়শই দেখা যায়। দেশটিতে কঠোর মাদকবিরোধী আইনের অধীনে এক্সট্যাসি ও কেটামিনের মতো ক্যাটাগরি ওয়ান মাদকদ্রব্য বহনের শাস্তি ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
বাংলাস্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে