​১৬ ডিসেম্বর মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা

আপলোড সময় : ০৫-১২-২০২৪ ০১:৫৫:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৫-১২-২০২৪ ০১:৫৫:৪৬ অপরাহ্ন
১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস। চলতি বছরের এই দিনে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা, যাদের ফুটবলের কোটি কোটি ভক্ত আছে এই দেশে। তবে এবার আর ফুটবলে নয়, দুই দল মুখোমুখি হচ্ছে ক্রিকেটের বাইশ গজে।
ফুটবলের দেশ ব্রাজিল আর আর্জেন্টিনায় যে ক্রিকেট খেলাও হয়, সেটাই তো অনেকের অজানা। ব্রাজিল পাঁচবার এবং আর্জেন্টিনা তিনবার ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু দুটি দেশই আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে। ছেলেদের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে এই দুই দল মুখোমুখি হবে।
এবারের ম্যাচটি হবে আর্জেন্টিনার বুয়েন্স এইরেসের সেন্ট জর্জ কলেজ গ্রাউন্ডে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। এর আগে ক্রিকেটে একবার মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। ২০০৯ সালের সেই ম্যাচে আর্জেন্টিনা জিতেছিল ২৯ রানে। আগামীকাল আর্জেন্টিনা বনাম বারমুডা ম্যাচ দিয়ে শুরু হবে এই বাছাইপর্ব।

বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :