একটি টুপির দাম কত হতে পারে? সবারই কমবেশি ধারণ আছে। কিন্তু সেই টুপিটা যদি স্যার ডন ব্র্যাডম্যানের হয়- তাহলে সেটার দাম যে আকাশচুম্বী হবে- তাতে কোনো সন্দেহ নেই। অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ব্যাটারের একটি টুপি নিলামে তোলা হচ্ছে। ভারত সিরিজে সেই টুপি পরেছিলেন ব্র্যাডম্যান। নিলামে সেই টুপির দাম ২ লাখ ৬০ হাজার ডলার উঠতে পারে বলে অনুমান করা হচ্ছে।
‘ব্যাগি গ্রিন’ টুপি অস্ট্রেলিয়ানদের জন্য ভীষণ সম্মানের। অস্ট্রেলিয়ার টেস্ট দলের ক্রিকেটাদের সেই টুপি দেওয়া হয়। স্যার ডনের টুপিটি সেই ১৯৪৭-৪৮ মৌসুমের। সেবার সদ্য স্বাধীনতা পাওয়া ভারত গিয়েছিল অস্ট্রেলিয়া সফরে। ওই সিরিজেই উলের ব্যাগি গ্রিন টুপি পরে স্যার ডন ব্র্যাডম্যান ৬ ইনিংসে ১৭৮.৭৫ গড়ে করেছিলেন ৭১৫ রান। তিনটি সেঞ্চুরির সঙ্গে ছিল একটি ডাবল সেঞ্চুরি।
প্রয়াত ব্র্যাডম্যানের সেই টুপিটির রং ফিকে হয়েছে, পোকায় খেয়েছে এবং ছিঁড়েও গিয়েছে। তবু পুরনো জিনিস যারা জমান তাদের কাছে এর ঐতিহাসিক মূল্য অনেক বেশি। টুপিটি নিলামে তুলতে যাচ্ছে ‘বোনহ্যামস’ সংস্থা। এর আগে ১৯২৮ সালে টেস্ট অভিষেকের সময় পরা ব্র্যাডম্যানের একটি ব্যাগি গ্রিন টুপি ২০২০ সালে ২ লাখ ৯০ হাজার ডলারে বিক্রি হয়েছিল। তবে ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেছেন প্রয়াত স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। তার একটি টুপি ৬ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হয়েছিল।
উল্লেখ্য, ব্র্যাডম্যান সর্বকালের সর্বোচ্চ ৯৯.৯৪ ব্যাটিং গড় নিয়ে অবসরে গিয়েছিল। উইজডেন তাকে সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে বর্ননা করেছে। অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ২০০১ সালে ৯২ বছর বয়সে মারা যান।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
‘ব্যাগি গ্রিন’ টুপি অস্ট্রেলিয়ানদের জন্য ভীষণ সম্মানের। অস্ট্রেলিয়ার টেস্ট দলের ক্রিকেটাদের সেই টুপি দেওয়া হয়। স্যার ডনের টুপিটি সেই ১৯৪৭-৪৮ মৌসুমের। সেবার সদ্য স্বাধীনতা পাওয়া ভারত গিয়েছিল অস্ট্রেলিয়া সফরে। ওই সিরিজেই উলের ব্যাগি গ্রিন টুপি পরে স্যার ডন ব্র্যাডম্যান ৬ ইনিংসে ১৭৮.৭৫ গড়ে করেছিলেন ৭১৫ রান। তিনটি সেঞ্চুরির সঙ্গে ছিল একটি ডাবল সেঞ্চুরি।
প্রয়াত ব্র্যাডম্যানের সেই টুপিটির রং ফিকে হয়েছে, পোকায় খেয়েছে এবং ছিঁড়েও গিয়েছে। তবু পুরনো জিনিস যারা জমান তাদের কাছে এর ঐতিহাসিক মূল্য অনেক বেশি। টুপিটি নিলামে তুলতে যাচ্ছে ‘বোনহ্যামস’ সংস্থা। এর আগে ১৯২৮ সালে টেস্ট অভিষেকের সময় পরা ব্র্যাডম্যানের একটি ব্যাগি গ্রিন টুপি ২০২০ সালে ২ লাখ ৯০ হাজার ডলারে বিক্রি হয়েছিল। তবে ব্র্যাডম্যানকে ছাড়িয়ে গেছেন প্রয়াত স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। তার একটি টুপি ৬ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হয়েছিল।
উল্লেখ্য, ব্র্যাডম্যান সর্বকালের সর্বোচ্চ ৯৯.৯৪ ব্যাটিং গড় নিয়ে অবসরে গিয়েছিল। উইজডেন তাকে সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে বর্ননা করেছে। অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ২০০১ সালে ৯২ বছর বয়সে মারা যান।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে