বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে হাইকোর্ট খালাস দেওয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বাগেরহাট জেলা বিএনপি।
রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের নেতৃত্বে মিছিলটি শহরের পুরাতন বাজার থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আনন্দ মিছিল শেষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শরশের আলী মোহন, বিএনপি নেতা শেখ শাহেদ আলী রবি, খাদেম নিয়ামুন নাসির আলাপ, অধ্যাপক হাদিউজ্জামান হিরো, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, আয়ুব আলী মোল্লা বাবু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ প্রমুখ।
বক্তারা বলেন, ‘হাইকোর্টের এই রায়ে প্রমাণ হলো আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সম্পূরক চার্জশিট দিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মামলায় অভিযুক্ত করেছিলো। তারেক রহমান তার বিরুদ্ধে দেওয়া ফরমায়েশি রায় আইনগতভাবে মোকাবিলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন। ঐতিহাসিক রায়ের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে তারেক রহমানের বিরুদ্ধে আনীত সব মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিলো।’
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে
রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালামের নেতৃত্বে মিছিলটি শহরের পুরাতন বাজার থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
আনন্দ মিছিল শেষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ শরশের আলী মোহন, বিএনপি নেতা শেখ শাহেদ আলী রবি, খাদেম নিয়ামুন নাসির আলাপ, অধ্যাপক হাদিউজ্জামান হিরো, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, আয়ুব আলী মোল্লা বাবু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ প্রমুখ।
বক্তারা বলেন, ‘হাইকোর্টের এই রায়ে প্রমাণ হলো আওয়ামী ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সম্পূরক চার্জশিট দিয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মামলায় অভিযুক্ত করেছিলো। তারেক রহমান তার বিরুদ্ধে দেওয়া ফরমায়েশি রায় আইনগতভাবে মোকাবিলা করে উচ্চ আদালত থেকে বেকসুর খালাস পেয়েছেন। ঐতিহাসিক রায়ের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে তারেক রহমানের বিরুদ্ধে আনীত সব মামলাই রাজনৈতিক ষড়যন্ত্রমূলক ছিলো।’
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে