সব ঠিক থাকলে হয়তো দেশের মাটিতেই সোনার হাসি হাসতে পারতেন কারাতে আদাম চৌধুরী। চলতি বছর কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের আয়োজক ছিল বাংলাদেশই। দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে পরবর্তীতে যা সরে যায় দক্ষিণ আফ্রিকায়।
তবে আসর সরে গেলেও হতাশ করেনি বাংলাদেশ। ঠিকই আদাম সোনা এনে দিয়েছেন বাংলাদেশকে। ডারবানে চলমান কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে কারাতে-তে একটি স্বর্ণ ও ব্রোঞ্জ জিতিয়েছেন এই অ্যাথলেট।
৫২ কেজি ক্যাডেট কুমিতে স্বর্ণপদক ও ব্যক্তিগত কাতা ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন আদাম। কারাতে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়না চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। কমনওয়েলথে কারাতে চ্যাম্পিয়নশিপে কোচ হিসেবে রয়েছেন মুস্তাক চৌধুরী। যিনি স্বর্ণজয়ী আদামের বাবা।
কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপে ভেটেরানরাও অংশগ্রহণ করে। এসএ গেমসে বাংলাদেশের পদকজয়ী কারাতেকা সৈয়দ নুরুজ্জামান ভেটেরান ইভেন্টে স্বর্ণ জেতেন।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
তবে আসর সরে গেলেও হতাশ করেনি বাংলাদেশ। ঠিকই আদাম সোনা এনে দিয়েছেন বাংলাদেশকে। ডারবানে চলমান কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে কারাতে-তে একটি স্বর্ণ ও ব্রোঞ্জ জিতিয়েছেন এই অ্যাথলেট।
৫২ কেজি ক্যাডেট কুমিতে স্বর্ণপদক ও ব্যক্তিগত কাতা ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন আদাম। কারাতে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়না চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। কমনওয়েলথে কারাতে চ্যাম্পিয়নশিপে কোচ হিসেবে রয়েছেন মুস্তাক চৌধুরী। যিনি স্বর্ণজয়ী আদামের বাবা।
কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপে ভেটেরানরাও অংশগ্রহণ করে। এসএ গেমসে বাংলাদেশের পদকজয়ী কারাতেকা সৈয়দ নুরুজ্জামান ভেটেরান ইভেন্টে স্বর্ণ জেতেন।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে