জুনিয়র এশিয়া কাপ হকিতে তৃতীয় ম্যাচে ড্র করেছে বাংলাদেশ। বাংলাদেশকে রুখে দিয়েছে মালয়েশিয়া। ম্যাচটি শেষ হয়েছে ২-২ গোলে। শনিবার (৩০ নভেম্বর) ওমানের মাসকাটে মালয়েশিয়ার বিপক্ষে সমান তালে খেলেছে মওদুদুর রহমান শুভর দল। প্রথম কোয়ার্টারে এগিয়ে যায় মালয়েশিয়া।
দুই মিনিটে দানিশ দানিয়ালের গোলে বাংলাদেশ পিছিয়ে পড়ে। ২৭ মিনিটে পেনালটি কর্নার থেকে বাংলাদেশের আমিরুল ইসলাম গোল করে ১-১ এ সমতা আনেন ম্যাচে। ৩৬ মিনিটে বাংলাদেশ লিড নেয়। মোহাম্মদ হাসান গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন।চার মিনিট পর সমতায় ফেরে মালয়েশিয়া।
মোহাম্মদ নরিজাম পেনালটি কর্নার থেকে লক্ষ্যভেদ করে স্কোরলাইন ২-২ করেন। এই স্কোরলাইন ধরে রেখে বাংলাদেশ টার্ফ ছেড়েছে। আজ গ্রুপের চতুর্থ ম্যাচে চীনের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
দুই মিনিটে দানিশ দানিয়ালের গোলে বাংলাদেশ পিছিয়ে পড়ে। ২৭ মিনিটে পেনালটি কর্নার থেকে বাংলাদেশের আমিরুল ইসলাম গোল করে ১-১ এ সমতা আনেন ম্যাচে। ৩৬ মিনিটে বাংলাদেশ লিড নেয়। মোহাম্মদ হাসান গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন।চার মিনিট পর সমতায় ফেরে মালয়েশিয়া।
মোহাম্মদ নরিজাম পেনালটি কর্নার থেকে লক্ষ্যভেদ করে স্কোরলাইন ২-২ করেন। এই স্কোরলাইন ধরে রেখে বাংলাদেশ টার্ফ ছেড়েছে। আজ গ্রুপের চতুর্থ ম্যাচে চীনের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে