২০০৮ সালে মুক্তি পেয়েছিল ‘স্লামডগ মিলিয়নেয়ার’। অস্কারের মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করেছিল ড্যানি বয়েলের সিনেমাটি। এরপর কেটে গেছে ১৭ বছর। এবার পর্দায় আসতে চলেছে স্লামডগ মিলিয়নেয়ারের সিকুয়াল। সম্প্রতি মিলেছে এমনই ইঙ্গিত। নতুনভাবে চালু হওয়া প্রডাকশন কোম্পানি ‘ব্রিজ ৭’ স্লামডগ মিলিয়নেয়ারের সিকুয়াল ও টিভি স্বত্ব কিনে নিয়েছে। সেলাডর ব্রিজ ৭-এর সঙ্গে মিলে স্লামডগ মিলিয়নেয়ারের সিকুয়ালের কাজ শুরু করতে যাচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
সূত্র: ভ্যারাইটি
বাংলা স্কুপ/ ডেস্ক/এইচ বাশার/এসকে
সূত্র: ভ্যারাইটি
বাংলা স্কুপ/ ডেস্ক/এইচ বাশার/এসকে