ফ্লাইওভারের উপর যাত্রী নামানো এবং উঠানো নিষেধ থাকলেও তা উপেক্ষা করছে কিছু গণপরিবহন। সম্প্রতি উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় একাধিক গণপরিবহন যাত্রীদের ফ্লাইওভারের উপরের ফাইবার থেকে নামিয়ে সড়ক পারাপারে বাধা সৃষ্টি করছে, ফলে যাত্রীদের জীবনের ঝুঁকি তৈরি হচ্ছে।
দেখা যাচ্ছে, ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে থাকা গণপরিবহনে যাত্রী নামানোর পর তারা দ্রুত সড়ক পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হওয়ার শঙ্কায় থাকছেন। অনেক যাত্রীই ফ্লাইওভার থেকে নামার পর সড়ক পার হতে গিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছেন।
ফ্লাইওভারের উপরে যাত্রী ওঠানো বা নামানো সড়ক পরিবহন আইন অনুযায়ী নিষিদ্ধ, তবে এ ব্যাপারে অনেক গণপরিবহন কর্তৃপক্ষের তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। বাস, মিনিবাস ও অন্যান্য গণপরিবহনগুলো ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে যাত্রীদের নামানোর কাজ করছে, যা সড়ক পরিবহন আইন ও নিরাপত্তার প্রতি মারাত্মক অবজ্ঞা।
এ ধরনের পরিস্থিতি যাত্রীদের জন্য বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, গণপরিবহনগুলো যদি ফ্লাইওভারের নিয়ম কানুন অনুসরণ না করে, তবে সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর ঘটনা বাড়তে পারে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন এবং সড়ক পরিবহন কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন পরিবহন বিশেষজ্ঞরা।
বাংলাস্কুপ/ডেস্ক/ এনআইএন/এসকে
দেখা যাচ্ছে, ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে থাকা গণপরিবহনে যাত্রী নামানোর পর তারা দ্রুত সড়ক পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হওয়ার শঙ্কায় থাকছেন। অনেক যাত্রীই ফ্লাইওভার থেকে নামার পর সড়ক পার হতে গিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছেন।
ফ্লাইওভারের উপরে যাত্রী ওঠানো বা নামানো সড়ক পরিবহন আইন অনুযায়ী নিষিদ্ধ, তবে এ ব্যাপারে অনেক গণপরিবহন কর্তৃপক্ষের তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। বাস, মিনিবাস ও অন্যান্য গণপরিবহনগুলো ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে যাত্রীদের নামানোর কাজ করছে, যা সড়ক পরিবহন আইন ও নিরাপত্তার প্রতি মারাত্মক অবজ্ঞা।
এ ধরনের পরিস্থিতি যাত্রীদের জন্য বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, গণপরিবহনগুলো যদি ফ্লাইওভারের নিয়ম কানুন অনুসরণ না করে, তবে সড়ক দুর্ঘটনা ও মৃত্যুর ঘটনা বাড়তে পারে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন এবং সড়ক পরিবহন কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন পরিবহন বিশেষজ্ঞরা।
বাংলাস্কুপ/ডেস্ক/ এনআইএন/এসকে