রাজধানীর বনানী ও মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ৮টা থেকে সাড়ে ১০টার মধ্যে দুর্ঘটনা দুটি ঘটে।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে বনানী রেলগেট এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর। পরে রাত ১২টার দিকে মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃতের পরিচয় জানার জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিট প্রযুক্তির মাধ্যমে চেষ্টা করছে। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি চাকরিজীবী ছিলেন।
অপরদিকে রাত ৮টার দিকে মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আরেক ব্যক্তির মৃত্যু হয়। তারও নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৫০ বছর। তার পরনে ছিল সাদা চেক ফুল হাতা শার্ট ও চেক লুঙ্গি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পথচারী মেহেদী হাসান হৃদয় বলেন, রাতে মালিবাগ রেলগেট এলাকায় রেললাইনে একটি ট্রেন কমলাপুরের দিকে যাচ্ছিল, অপর একটি ট্রেন কমলাপুর থেকে ছেড়ে আসছিল। সেখানে যেকোনও একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তি রাস্তায় পড়েছিল। পরে সেখান থেকে রাতে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবগত করা হয়েছে।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে বনানী রেলগেট এলাকা থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর। পরে রাত ১২টার দিকে মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃতের পরিচয় জানার জন্য সিআইডির ক্রাইম সিন ইউনিট প্রযুক্তির মাধ্যমে চেষ্টা করছে। ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি চাকরিজীবী ছিলেন।
অপরদিকে রাত ৮টার দিকে মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আরেক ব্যক্তির মৃত্যু হয়। তারও নাম-পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৫০ বছর। তার পরনে ছিল সাদা চেক ফুল হাতা শার্ট ও চেক লুঙ্গি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পথচারী মেহেদী হাসান হৃদয় বলেন, রাতে মালিবাগ রেলগেট এলাকায় রেললাইনে একটি ট্রেন কমলাপুরের দিকে যাচ্ছিল, অপর একটি ট্রেন কমলাপুর থেকে ছেড়ে আসছিল। সেখানে যেকোনও একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তি রাস্তায় পড়েছিল। পরে সেখান থেকে রাতে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবগত করা হয়েছে।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে