​প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল

আপলোড সময় : ২৭-১১-২০২৪ ০১:১০:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-১১-২০২৪ ০১:১৭:৪৬ অপরাহ্ন

 
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। তবে সাক্ষাতে আলোচনার বিষয়বস্তু কী, সে বিষয়ে কিছু জানাননি তিনি।
এদিকে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সংঘাত–হানাহানিসহ নানা ঘটনার পরিপ্রেক্ষিতে সবাইকে সজাগ ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব।

বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :